শিকাগো: গোল বিতর্ক এড়াতে কোপায় এবার নয়া প্রযুক্তি৷ শতবর্ষে টুর্নামেন্টে গোল লাইন প্রযুক্তির ব্যবহার হতে চলেছে৷ ৩ জুন থেকে শুরু কোপা আমেরিকা টুর্নামেন্ট৷ মেসি-নেইমার থেকে সুয়ারেজ৷ দক্ষিণ আমেরিকার ফুটবল নক্ষত্রদের ঠোকাঠুকি৷ সেই প্রতিযোগিতায় এবার নির্ভুল সিদ্ধান্তের জন্যই গোল লাইন প্রযুক্তির ব্যবহার৷
২০১০ বিশ্বকাপ৷ ইংল্যান্ড-জার্মানি ম্যাচ৷ সেখানেই ল্যাম্পার্ডের গোল নিয়ে বিতর্ক৷ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ল্যাম্পার্ডের শট গোললাইন পার করা সত্ত্বেও গোল দেননি রেফারি৷।বাতিল হয়ে যায় ন্যায্য গোল৷ কিন্তু, রেফারিং নিয়ে নিয়ে প্রশ্ন তুলে দিয়ে যায় সেই ঘটনা৷ তারপর, গোল-বিতর্কের অবসান ঘটাতেই গোললাইন প্রযুক্তির আমদানি৷
কী এই প্রযুক্তি? এক্ষেত্রে মোট ১৪টি ক্যামেরা ব্যবহৃত হয়৷ মাঠের দু-প্রান্তে প্রতিটি গোলপোস্টের দিকে লাগানো থাকে সাতটি করে ক্যামেরা৷ যখন বলের পুরো অংশ গোললাইন পার করে গোলপোস্টের ভিতরে প্রবেশ করবে, তখনই অপটিক্যাল সিগনাল চলে যাবে রেফারির হাত ঘড়িতে, মাত্র এক সেকেন্ডের মধ্যে৷ সেই সঙ্কেত পাওয়ার পরই গোল ঘোষণা করবেন রেফারি৷
গোল বিতর্ক শব্দটিকেই এই প্রযুক্তি চিরতরে নির্বাসনে পাঠাবে বলে ফিফার আশা৷