কেপ টাউন: কেপটাউনে কোহলি-র ব্যাটিং তাণ্ডবে তৃতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১২৪ রানে হারিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।শুরুতেই রোহিত শর্মার উইকেট হারানোর প্রাথমিক ধাক্কা সামলে শুরু শিখর ধবন-বিরাট কোহালির ব্যাটিং তাণ্ডব। কেপটাউনের বাইশ গজ ক্রমশ পুরোপুরি চলে যায় দিল্লির দুই ব্যাটসম্যানের দখলে।
এরপর অপর ওপেনার ধবনের সঙ্গে ক্রিজে যোগ দেন ভারতের অধিনায়ক। এই জুটিতে ১৪০ রান যোগ হয়। রাবাদা-এনগিডিদের বোলিং তখন একেবারে ক্লাব স্তরে নেমে গিয়েছে। ৬৩ বলে ৭৬ রান করে আউট ধবন।
অজিঙ্ক রাহানেও (১১) ডুমিনির শিকার হন। হার্দিক পাণ্ড্যও (১৪) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। মহেন্দ্র সিংহ ধোনিও (১০) দ্রুত ফিরে যান। কেদার যাদবও (১) মাত্র তিন বল টিকে থাকেন। দক্ষিণ আফ্রিকার বোলাররা অবশ্য বিরাটকে বেগ দিতে পারেননি।
ডারবানের পর ফের সেঞ্চুরি কেপটাউনে। বিরাটের ব্যাটিং ম্যাজিকে সম্মোহিত কেপটাউন। ১৫৯ বলে ১৬০ রান বিরাটের। ইনিংসে ১২টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি। বিরাট ম্যাজিকের সৌজন্যে ৬ উইকেটে ৩০৩ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় স্পিন জুটির কাছে ফের ধরাশায়ী প্রোটিয়ারা। ডুমিনির ৫১ রান ছাড়া কোনও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানই চহ্বাল-কুলদীপ যাদবের ঘূর্ণির সামনে কোনও প্রতিরোধ গড়তে পারেননি। মাত্র ১৭৯ রানেই শেষ হয়ে য়ায় দক্ষিণ আফ্রিকার লড়াই। ৪টি করে উইকেট নেন চহ্বাল ও কুলদীপ যাদব। ২টি উইকেট নেন বুমরাহ।
এদিকে, এদিনই মার্করামকে স্টাম্পড করার সঙ্গে সঙ্গে নয়া মাইলস্টোন ছুঁলেন মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বের চতুর্থ উইকেটকিপার হিসেবে ৪০০ টি শিকারের কীর্তি গড়লেন তিনি।
ভারতীয় দল- শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল ও জসপ্রীত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা দল- হাশিম আমলা, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসান, জিঁ পল ডুমিনি, ডেভিড মিলার, খায়া জন্ডো, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, লিঙ্গিসানি এনগিডি ও ইমরান তাহির।