আইওএ-কে সাসপেন্ড করল ক্রীড়া মন্ত্রক
Web Desk, ABP Ananda | 30 Dec 2016 09:32 PM (IST)
নয়াদিল্লি: দুর্নীতিতে অভিযুক্ত সুরেশ কলমডি, অভয় চৌতালাকে আজীবন সাম্মানিক সভাপতি নির্বাচিত করার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত ভারতীয় অলিম্পিক সংস্থাকে (আইওএ) সাসপেন্ড করার কথা ঘোষণা করল ক্রীড়া মন্ত্রক। কলমডিদের আজীবন সভাপতি করার সিদ্ধান্তের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল ক্রীড়া মন্ত্রক। কিন্তু জবাব না দিয়ে সভাপতি এন রামচন্দ্রণের বিদেশে থাকার কারণ দেখিয়ে ১৫ দিন সময় চায় আইওএ। কিন্তু সেই সময় দেওয়ার বদলে সাসপেন্ডের কথা জানাল ক্রীড়া মন্ত্রক। ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল বলেছেন, ‘সরকার অন্যায় কাজকে স্বীকৃতি দিতে পারে না। আইওএ-কে যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত গুরুতর বিষয়। কিন্তু জবাব না দিয়ে ১৫ দিন সময় চেয়েছে আইওএ। সেই কারণেই অভিযুক্তদের সরানো না পর্যন্ত আইওএ-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাসপেনশন যতদিন না উঠছে, ততদিন আইওএ সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা ও সুযোগ-সুবিধা নিতে পারবে না।’ ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, আইওএ-র কার্যকলাপে তিনি মোটেই খুশি নন। জবাব না দিয়ে সময় নষ্ট করছে আইওএ। এই সংস্থার সঙ্গে দেশের সম্মান এবং জনগণের ভাবাবেগ জড়িয়ে আছে। দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের আইওএ-র সঙ্গে যুক্ত করে সব নিয়ম লঙ্ঘন করা হয়েছে।