কেপ টাউন: দ্বিতীয়বার বিয়ে করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। বান্ধবী রমি ল্যানফ্র্যাঞ্চির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। শনিবার তাঁদের বিয়ে হয়েছে। ট্যুইটারে বিয়ের ছবি পোস্ট করেছেন স্মিথ।



এর আগে ২০১১ সালের অগাস্টে কেপ টাউনে আইরিশ গায়িকা মর্গ্যান ডিনের সঙ্গে বিয়ে হয় স্মিথের। তাঁদের দু’টি সন্তানও হয়। তবে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তাঁরা বিচ্ছেদের কথা ঘোষণা করেন। এরপর রমির সঙ্গে সম্পর্কে জড়ান স্মিথ। ২০১৬ সালের ডিসেম্বরে তাঁদের একটি সন্তানের জন্ম হয়। এবার তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।