মুম্বই: ২০১৬ পিভি সিন্ধুর জীবনের সেরা বছর। রিও অলিম্পিকে রুপো জেতা ছাড়াও চায়না ওপেন সুপার সিরিজ প্রিমিয়ার এবং মালয়েশিয়া মাস্টার্স গ্র্যাঁ প্রি গোল্ড চ্যাম্পিয়ন হয়েছেন এই হায়দরাবাদি শাটলার। তবে তাঁর কোচ পুলেল্লা গোপীচাঁদ মনে করছেন, সিন্ধুর সেরা সময় এখনও আসেনি। তিনি ভবিষ্যতে আরও ভাল পারফরম্যান্স দেখাতে পারেন।


সিন্ধুর প্রশংসা করে গোপীচাঁদ বলেছেন, ‘২০১৩ ও ২০১৪ সালে যখন সিন্ধু পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল তখনও আমি বলেছিলাম, ও আরও ভাল পারফরম্যান্স দেখাবে। ওকে এই জায়গায় আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেকেই ভাল পারফরম্যান্স দেখিয়ে ওর বিরুদ্ধে জয় পেতে চাইবে। ফলে সিন্ধুর কাজটা কঠিন হতে চলেছে। তবে ও যেভাবে চাপ সামলে ভাল পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে আমি খুশি।’

বছরের শেষ প্রতিযোগিতা ওয়ার্ল্ড সুপার সিরিজ ফাইনালসের সেমি-ফাইনালে হেরে গেলেও, সিন্ধুর পারফরম্যান্সে খুশি গোপীচাঁদ। ক্যারোলিনা মারিনের কাছে রিও অলিম্পিকের ফাইনালে হারের বদলা নিয়েছেন সিন্ধু। তাঁর এই পারফরম্যান্স প্রসঙ্গে গোপীচাঁদ বলেছেন, ‘দুবাইয়ে সিন্ধু ভাল পারফরম্যান্সই দেখিয়েছে। সব ম্যাচেই ও ভাল খেলেছে। ওর এ বছরটা খুব ভাল কাটল। সিন্ধু আরও উন্নতি করবে।’