সিন্ধুর প্রশংসা করে গোপীচাঁদ বলেছেন, ‘২০১৩ ও ২০১৪ সালে যখন সিন্ধু পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল তখনও আমি বলেছিলাম, ও আরও ভাল পারফরম্যান্স দেখাবে। ওকে এই জায়গায় আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেকেই ভাল পারফরম্যান্স দেখিয়ে ওর বিরুদ্ধে জয় পেতে চাইবে। ফলে সিন্ধুর কাজটা কঠিন হতে চলেছে। তবে ও যেভাবে চাপ সামলে ভাল পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে আমি খুশি।’
বছরের শেষ প্রতিযোগিতা ওয়ার্ল্ড সুপার সিরিজ ফাইনালসের সেমি-ফাইনালে হেরে গেলেও, সিন্ধুর পারফরম্যান্সে খুশি গোপীচাঁদ। ক্যারোলিনা মারিনের কাছে রিও অলিম্পিকের ফাইনালে হারের বদলা নিয়েছেন সিন্ধু। তাঁর এই পারফরম্যান্স প্রসঙ্গে গোপীচাঁদ বলেছেন, ‘দুবাইয়ে সিন্ধু ভাল পারফরম্যান্সই দেখিয়েছে। সব ম্যাচেই ও ভাল খেলেছে। ওর এ বছরটা খুব ভাল কাটল। সিন্ধু আরও উন্নতি করবে।’