সিডনি: বরাবর তিনি সফরকারী ভারতীয় দলের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার খেলায় সিদ্ধহস্ত। ভারতীয় দলের সঙ্গে তাঁর খুব একটা সদ্ভাব আছে বলে শোনা যায় না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সংঘাত হয়েছিল। পাশাপাশি একাধিক তারকা ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে তিক্ততা রয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর সেই ভারতীয় দলের উচ্ছ্বসিত প্রশংসা করলেন গ্রেগ চ্যাপেল! এবং নিজের দেশের ক্রিকেটারদের তুলনা করলেন প্রাইমারি স্কুলের পড়ুয়াদের সঙ্গে।
চ্যাপেলের ক্ষোভ মূলত উইল পুকভস্কি এবং ক্যামেরন গ্রিনের উপর, যাঁরা সিরিজে দাগ কাটতে ব্যর্থ। অন্যদিকে ভারতের সিরিজ জয়ের নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল, মহম্মদ সিরাজের মতো তরুণদের। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে নিজের কলামে গ্রেগ লিখেছেন, “আমার লিখতে ভয় হচ্ছে। কিন্তু ভারতীয় দলের সঙ্গে অভিজ্ঞতার তুলনায় উইল পুকভস্কি, ক্যামেরন গ্রিনরা এখনও প্রাইমারি স্কুলের ছাত্র।”
অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের কলামে চ্যাপেল লিখেছেন, “আমাদের তরুণরা হল সপ্তাহান্তের যোদ্ধা। ভারতীয় ক্রিকেটারদের দেখুন। অনূর্ধ্ব-১৬ বয়স থেকেই ওরা প্রতিযোগিতামূলক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে শিখে যায়। যতদিনে ওরা প্রথম একাদশে সুযোগ পাচ্ছে, ততদিনে অলরাউন্ড দক্ষতা শানিয়ে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। জাতীয় দলে তখন ওদের সাফল্যের হার অনেক বেড়ে যায়।” সেই সঙ্গে গুরু গ্রেগ লিখেছেন, “তরুণ ক্রিকেটারদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে বিসিসিআই। সেখানে ক্রিকেট অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ড করার জন্য মাত্র ৪৪ মিলিয়ন ডলার দিচ্ছে। পার্থক্যটা ভারত মহাসাগরের থেকেও বড়। টেস্ট ক্রিকেটে প্রতিযোগিতামূলক খেলায় নামার আগে কী দরকার সেটা যদি ক্রিকেট অস্ট্রেলিয়া বুঝতে না পারে এবং কোথায় বিনিয়োগ করতে হবে সে ব্যাপারে প্রশাসনের কর্তারা ভাবনাচিন্তা বদল না করেন, তাহলে খুব শীঘ্রই আমরা অনেকটা পিছিয়ে পড়ব।”
গাব্বায় ৩২ বছর পরে টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে চোটে জর্জরিত ভারতের কাছে টেস্ট সিরিজও খুইয়ে বসেছে। যার পর থেকে প্রবল সমালোচনা হজম করতে হচ্ছে টিম পেইনদের।
Greg Chappell on Cricket: ভারতীয় তরুণদের দেখে মুগ্ধ, অস্ট্রেলীয় ক্রিকেটারদের প্রাইমারি স্কুলের পড়ুয়া বলে কটাক্ষ গুরু গ্রেগের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2021 12:56 PM (IST)
বরাবর তিনি সফরকারী ভারতীয় দলের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার খেলায় সিদ্ধহস্ত। ভারতীয় দলের সঙ্গে তাঁর খুব একটা সদ্ভাব আছে বলে শোনা যায় না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সংঘাত হয়েছিল। পাশাপাশি একাধিক তারকা ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে তিক্ততা রয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -