মোহালি: মাঝের সময়টা ইংল্যান্ডের দাপট থাকলেও, মোহালিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের শুরুর মতোই শেষটাও ভারতের পক্ষে ভালই হল। দিনের শেষে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ২৬৮। ক্রিজে আছেন আদিল রশিদ (৪) ও গ্যারেথ ব্যাটি (০)। দ্বিতীয় দিন ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে দিতে পারলে এই টেস্টেও সুবিধাজনক জায়গায় থাকতে পারে ভারত।

আজ সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কুক। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় ইংল্যান্ড। ৮৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যান কুকরা। দলের ৩২ রানের মাথায় হাসিব হামিদকে (৯) আউট করে ইংরেজদের প্রথম ধাক্কা দেন উমেশ যাদব। তাঁর একটি লাফিয়ে ওঠা বল সামাল দিতে পারেননি হামিদ। বলটি তাঁর ব্যাটে লেগে রাহানের হাতে চলে যায়। এরপর ৫১ রানের মাথায় জো রুট (১৫) ও কুকের (২৭) উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় ইংল্যান্ড। জলপানের বিরতির পর প্রথম বলেই জয়ন্ত যাদবের শিকার হন রুট। নিচু হয়ে যাওয়া বলে পুল করতে গিয়ে এলবিডব্লু হয়ে যান রুট। রবিচন্দ্রন অশ্বিনের প্রথম বলেই কাট করতে গিয়ে উইকেটকিপার পার্থিব পটেলের হাতে ধরা পড়েন কুক। দীর্ঘদিন পর দলে ফিরে টেস্টে ৫০-তম ক্যাচ ধরেন পার্থিব। চার নম্বরে নামা মঈন আলিকে (১৬) ফেরান মহম্মদ শামি।

দিনের দ্বিতীয় সেশনে প্রথমে বেন স্টোকস (২৯) ও পরে জোস বাটলারকে (৪৩) সঙ্গী করে লড়াই করতে থাকেন জনি বেয়ারস্টো (৮৯)। এই সেশনে ভারত একটিই উইকেট পায়। স্টোকসকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাডেজা। তিনিই দিনের তৃতীয় সেশনে বাটলারকে ফিরিয়ে দেন। বেয়ারস্টো শতরানের দিকে এগোচ্ছিলেন। তাঁকে ফেরান জয়ন্ত। ক্রিস উকসকে (২৫) আউট করেন উমেশ। ভারতের হয়ে উমেশ, জয়ন্ত ও জাডেজা দুটি করে এবং অশ্বিন ও শামি একটি করে উইকেট নিয়েছেন।