নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক ফের শুরু করার উদ্যোগ নিলেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করে আইপিএল-এর দলগুলির সঙ্গে পিএসএল-এর দলগুলির ম্যাচের অনুমতি চেয়েছেন আফ্রিদি। তিনি এই পরিকল্পনার সাফল্যের বিষয়ে আশাবাদী।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, অনুরাগের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পরে আফ্রিদি বলেছেন, ‘এই ধরনের উদ্যোগ দু দেশের মধ্যে শান্তি ফেরাতে সাহায্য করবে। আমরা পিএসএল ও আইপিএল-এর দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছি। তবে ম্যাচের জন্য বিসিসিআই-এর অনুমোদন দরকার।’
উরি হামলার পরে অনুরাগ স্পষ্ট বলেছেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ তো বটেই, এমনকী আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচও খেলতে চায় না ভারত। কিন্তু সম্প্রতি পরিস্থিতির বদল হয়েছে। মহিলাদের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে রাজি হয়েছে বিসিসিআই। এবার হয়তো নিরপেক্ষ মাঠে আইপিএল ও পিএসএল-এর দলগুলির খেলাও দেখা যাবে।
আইপিএল-পিএসএল-এর দলগুলির ম্যাচের উদ্যোগ
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2016 01:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -