আমদাবাদ: আজ আমদাবাদে গুজরাত টাইটান্সের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (GT vs KKR)। দুই দলেই একঝাঁক তারকা রয়েছেন। অনেকেই এই ম্যাচে দুই দলের দুই তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য় (Hardik Pandya) ও আন্দ্রে রাসেলের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে তাঁদের হতাশই হতে হচ্ছে। এই ম্যাচে গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য খেলছেনই না।


অনুপস্থিত হার্দিক


ম্যাচে টস সকলকে খানিকটা চমকে দিয়েই হার্দিকের বদলে টস করতে নামেন রশিদ খান (Rashid Khan)। গুজরাত দলের সহ-অধিনায়ক তিনি। হার্দিকের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে রশিদ জবাব দেন, 'হার্দিকের শরীরটা আজ ঠিক নেই। তাই ওকে নিয়ে আমরা কোনওরকম ঝুঁকি নিতে চাইনি।' এই প্রথম নয়, গত মরসুমেও কিন্তু রশিদ খান একবার গুজরাত দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কেকেআর হার্দিকের অনুপস্থিতির লাভ তুলে ম্যাচ জিততে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।


এগিয়ে গুজরাত


২২ গজে নামার আগে গুজরাত (Gujrat Titans) ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মধ্যে কারা এগিয়ে? কে বেশি রান করেছেন, কার ঝুলিতে সর্বাধিক উইকেট রয়েছে মুখোমুখি মহারণে, এক নজরে দেখে নেওয়া যাক। এখনও পর্যন্ত দুটো দল আইপিএলের (IPL 2023) ইতিহাসে মাত্র একবার মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে ৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) দল। এখনও পর্যন্ত দু দলের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান হার্দিক পাণ্ড্যর। ৬৭ রানের ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে। দ্বিতীয় স্থানে রয়েছেন আন্দ্রে রাসেলের ঝুলিতে। তাঁর সংগ্রহ ছিল ৪৮।


২ দলের বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট আন্দ্রে রাসেলের। তিনি সেই ম্যাচে মোট ৪ উইকেট নিয়েছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানেও সংগ্রহ টিম সাউদি। তাঁর ঝুলিতে রয়েছে ৩ উইকেট। 


 






আইপিএলে আজ নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। কেকেআর তাঁদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আরসিবির বিরুদ্ধে ইডেনে নিজেদের ঘরের মাঠে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে গুজরাত তাঁদের প্রথম ২ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছিল। এবার জয়ের হ্যাটট্রিকের সুযোগ থাকছে গুজরাত দলের সামনে।


আরও পড়ুন: টস জিতল গুজরাত টাইটান্স, প্রথমে ফিল্ডিং কেকেআরের