গুজরাত লায়ন্সের সহকারী কোচ মহম্মদ কাইফ
Web Desk, ABP Ananda | 17 Feb 2017 05:20 PM (IST)
নয়াদিল্লি: আসন্ন আইপিএল-এ গুজরাত লায়ন্সের সহকারী কোচ নিযুক্ত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁকে সহকারী কোচ নিযুক্ত করার কথা ঘোষণা করে গুজরাত লায়ন্স দলের মালিক কেশব বনসল বলেছেন, ‘কাইফ আমাদের দলের সম্পদ। খেলার বিষয়ে তাঁর অমূল্য অভিজ্ঞতা ও জ্ঞান আছে। আমাদের মনে হয়েছে, তিনি বৃহত্তর ভূমিকা পালন করলে দলের উপকার হবে। আমি আত্মবিশ্বাসী, কাইফের মেন্টরশিপ ও গাইডেন্সে দল বিশাল উপকৃত হবে।’ নতুন দায়িত্ব পেয়ে খুশি কাইফ। তিনি বলেছেন, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজাদের মতো ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন।