কানপুর: যশ দয়ালকে (Yash Dayal) মনে আছে?


গুজরাত টাইটান্সের পেসার। সদ্যসমাপ্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহ যাঁর শেষ ওভারের ৫ বলে ৫ ছক্কা মেরে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন। সেই ম্যাচের পরই অসুস্থ হয়ে পড়েছিলেন উত্তর প্রদেশের ক্রিকেটার। বেস কয়েকটি ম্যাচ খেলতেও পারেননি।


আইপিএল শেষ হতেই প্রবল বিতর্কে জড়ালেন যশ দয়াল। কেন?


সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট ঘিরে তোলপাড় পড়ে যায়। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কার্টুন পোস্ট করেছিলেন যশ। যেখানে দেখা গিয়েছিল, লাভ জিহাদের কাহিনি। ছবিতে দেখা যায়, এক হিন্দু মহিলা অন্ধভাবে এক মুসলিম যুবককে ভালবেসেছেন এবং ওই যুবকের প্রেমের প্রস্তাবে সাড়া দিচ্ছেন। ছবিতে দেখা যায় যুবক পিছনে একটি ছোরা লুকিয়ে রেখেছেন। এবং চারপাশে বিভিন্ন হিন্দু মহিলার কবর। তার ওপর লেখা ফলকে প্রত্যেকের নামও উল্লেখ করা।


সেই ছবি ইনস্টাগ্রামে দেখেই নিন্দার ঝড় ওঠে। বলাবলি শুরু হয়, কীভাবে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলা একজন এরকম দায়িত্বজ্ঞানহীন পোস্ট করতে পারেন। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। কেউ কেউ এমনও লেখেন যে, ৫ বলে ৫ ছক্কা খাওয়ার পর যশকে সকলে সমবেদনাই জানিয়েছিলেন। কিন্তু এমন পোস্ট করেন যিনি, তাঁর কোনও সহমর্মিতা প্রাপ্য নয়। 


 






 






 






যদিও বিতর্কের ঝড় উঠেছে টের পেয়েই ভুল স্বীকার করে নেন যশ। ক্ষমাও চান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'সকলের কাছে ক্ষমা চাইছি। ভুল করে ওই স্টোরিটা পোস্ট করে ফেলেছিলাম। দয়া করে হিংসা ছড়াবেন না। প্রত্যেক সম্প্রদায় আর সমাজের প্রতি আমি শ্রদ্ধাশীল। ধন্যবাদ'।



আরও পড়ুন: 'বিদায় ফুটবলকে, আপনাদের নয়' অবসরের ঘোষণাতেও চেনা রাজকীয় মেজাজে ইব্রা