ইন্দৌর: অধিনায়ক পার্থিব পটেলের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বইকে হারিয়ে প্রথমবার রঞ্জি ট্রফি জিতল গুজরাত। দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট খুইয়ে ৩১৩ রান তুলে নেন পার্থিবরা। রঞ্জি ফাইনালে রান তাড়া করে এটাই সবচেয়ে বড় জয়। এর আগে ১৯৩৭-৩৮ মরসুমে নওয়ানগরের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩১০ রান করে জিতেছিল হায়দরাবাদ। সেই রেকর্ড টপকে গেল গুজরাত।

এই ম্যাচে টসে জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান পার্থিব। প্রথম ইনিংসে মুম্বই করে ২২৮। জবাবে ৩২৮ করে গুজরাত। পার্থিব করেন ৯০ রান। দ্বিতীয় ইনিংসে ৪১১ রান করে মুম্বই। দ্বিতীয় ইনিংসে ৮৯.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত। পার্থিব ১৪৩ রান করেন।