ইসলামাবাদ: পাকিস্তান সফর করছে ইংল্যান্ড ক্রিকেট দল (Pakistan vs England)। রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছেন বেন স্টোকসরা। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য চাঞ্চল্য ছড়াল সম্পূর্ণ অন্য এক কারণে। মুলতানে স্টোকসরা যে হোটেলে রয়েছেন, তার কাছেই চলল গুলি। যে ঘটনা থেকে আতঙ্ক ছড়াল। চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কোনও উগ্রপন্থী হানা বা সেরকম আশঙ্কাজনক কোনও ঘটনা নয়। এটা স্থানীয় দুষ্কৃতীদের মধ্যে অশান্তির ঘটনা। বৃহস্পতিবার সকালে মুলতান মাঠে প্র্যাক্টিসের জন্য হোটেল থেকে স্টোকস-জেমন অ্যান্ডারসনরা রওনা হওয়ার ঠিক পরেই গোলাগুলির আওয়াজ শোনা যায়। যদিও সঙ্গে সঙ্গে তৎপর হয় প্রশাসন। সফরকারী ইংল্যান্ড দলকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয়। জানা যায়, ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের টিমহোটেল থেকে এক কিলোমিটার দূরে। ইংল্যান্ড দলের পাকিস্তান সফরের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই। ঘটনায় কেউ আহত হননি। পাকিস্তান পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
অ্যান্ডারসনের নজির
বয়স যে নেহাতই একটা সংখ্যা, ফের একবার প্রমাণ করলেন জেমস অ্যান্ডারসন (James Anderson)। সেই সঙ্গে ক্রিকেটে নতুন এক উচ্চতা স্পর্শ করলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার।
রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানকে ৭৪ রানে প্রথম টেস্টে হারিয়ে দিল ইংল্যান্ড। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিলেন অ্যান্ডারসন। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে নিলেন ৪ উইকেট। তাঁর শিকারের ঝুলিতে ইমাম উল হক, মহম্মদ রিজওয়ান, জাহির মেহমুদ ও হ্যারিস রউফ। সেই সঙ্গে অনিল কুম্বলেকে উইকেটের সংখ্যায় পেরিয়ে গেলেন অ্যান্ডারসন।
ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৯৫৬ উইকেট রয়েছে কুম্বলের। ৯৫৯ শিকার হয়ে গেল অ্যান্ডারসনের। মুথাইয়া মুরলীধরন (১৩৪৭) ও শেন ওয়ার্ন (১০০১)-এর পরে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনই।
আরও পড়ুন: মারাদোনাকে শ্রদ্ধার্ঘ দেখাতেই মেসিকে হলুদ কার্ড! সেই রেফারিই খেলাবেন আর্জেন্তিনার ম্যাচ