সতীর্থরা বুঝতেই দেয়নি আট বছর পরে দলে ফিরেছি, বলছেন পার্থিব
Web Desk, ABP Ananda | 30 Nov 2016 08:28 PM (IST)
নয়াদিল্লি: আট বছর পরে টেস্ট খেলার সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন পার্থিব পটেল। মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে জিতিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। গ্লাভস হাতেও তিনি ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। এই পারফরম্যান্সের পর পার্থিব বলছেন, সতীর্থরা তাঁকে বুঝতেই দেননি, আট বছর পরে তিনি জাতীয় দলে ফিরেছেন। ড্রেসিংরুমে সবাই তাঁকে স্বাগত জানিয়েছেন। এত বছর পরে ভারতের হয়ে খেলতে নামার আগে তিনি কিছুটা মানসিক চাপে ছিলেন। কিন্তু সতীর্থদের জন্য সেই চাপ কেটে যায়। বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সতীর্থদের প্রশংসা করেছেন পার্থিব। তিনি বলেছেন, ‘এই প্রথম টেস্টে জয়সূচক রান করলাম আমি। এটা আমার কাছে বিশেষ মুহূর্ত ছিল। ব্যাটসম্যান হিসেবে দলের জয়ের রান করতে পারা অসাধারণ অনুভূতি। এত বছর পরে দলে ফিরেই সেটা করতে পেরে দারুণ লাগছে। দেশের হয়ে খেলা সবচেয়ে বড় সম্মানের বিষয়। বাদ পড়ার পরে দলে ফেরা আরও কঠিন। কিন্তু বিরাট কোহলি সহ অন্যান্য সতীর্থরা আমাকে খোলা মনে খেলতে সাহায্য করেছে। দলের জন্য রান করতে পেরে ভাল লাগছে।’ পার্থিবের মতে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ না পেলেও, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে মোহালি টেস্টে ভাল খেলতে সাহায্য করেছে। প্রথম ইনিংসে ৪২ রান করায় তিনি আত্মবিশ্বাস পেয়ে যান। ব্যাটসম্যান হিসেবে তাঁর পারফরম্যান্স ভাল। তবে কিপিংয়ে উন্নতির অবকাশ রয়েছে।