করাচি: ‘অবৈধ’ বোলিং অ্যাকশনের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হওয়া পাকিস্তানি অলরাউন্ডার মহম্মদ হাফিজ ফিরে আসার জন্য পরীক্ষা দিতে চলেছেন। গত ১২ জুলাই তাঁর নির্বাসনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অ্যাকশন বদলে ফেলা হাফিজ চলতি মাসের শেষদিকে আইসিসি-র কাছে পরীক্ষা দেবেন।
পিসিবি-র এক আধিকারিক বলেছেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই হাফিজের পরীক্ষার দিন ঠিক করা হবে। সম্ভবত ইংল্যান্ড-পাকিস্তানের চলতি দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের সময়েই এই পরীক্ষা হবে। টিম ম্যানেজমেন্ট ইংল্যান্ড সফরে অতিরিক্ত বোলার চাইছে। তৃতীয় ও চতুর্থ টেস্ট এবং সংক্ষিপ্ত ওভারের সিরিজে হাফিজ বল করার অনুমতি পাবেন কি না, তা জানতে চায় দল।
পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান এখন ইংল্যান্ডে রয়েছেন। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবা উল হক, কোচ মিকি আর্থার এবং সহকারী কোচ মুস্তাক আহমেদের সঙ্গে তিনি হাফিজের বিষয়ে আলোচনা করেছেন। বল করার সময় হাফিজের কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে পিসিবি। সেই কারণে আইসিসি-র কাছে পরীক্ষা দিতে পাঠানোর আগে বেসরকারিভাবে হাফিজের পরীক্ষা নেবে দল।
এপ্রিল মাসে হাঁটুতে চোট পেয়েছিলেন হাফিজ। তারপর থেকে তিনি বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার জন্য বেশি সময় দিতে পারেননি। ফলে পরীক্ষায় কতটা সফল হবেন, সে বিষয়ে পিসিবি কর্তারাই সন্দিহান।
সংশোধিত অ্যাকশন কি ঠিক? পরীক্ষায় বসতে হচ্ছে হাফিজকে
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jul 2016 10:31 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -