করাচি: পাকিস্তানের এক প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার খেলা ছেড়ে এখন ভাড়ার মাল বহনের গাড়ি চালাচ্ছেন। তাঁর নাম ফজল সুভান। তিনি ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে ৩২.৮৭ গড়ে ২,৩০১ রান করেন। ২৯টি লিস্ট এ ম্যাচে তাঁর রান ৬৫৯। এই ক্রিকেটারই এখন মাঠ থেকে অনেক দূরে সম্পূর্ণ অন্য জগতে।



সোশ্যাল মিডিয়ায় সুভানের গাড়ি চালানোর ভিডিও ভাইরাল হওয়ার পর ঘরোয়া পরিকাঠামোর বেহাল দশা নিয়ে পিসিবি-কে তোপ দেগেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ হাফিজ। তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের কর্মহীন হয়ে পড়ার দায় কে নেবে আমি জানি না। এটা খুব দুঃখজনক। আরও অনেকেই সমস্যায় দিন কাটাচ্ছে। নতুন সিস্টেমে ২০০ জন ক্রিকেটারের দায়িত্ব নেওয়া হবে। কিন্তু এই নতুন মডেলের জন্যই হাজার হাজার ক্রিকেটার ও ম্যানেজমেন্ট স্টাফ কর্মহীন হয়ে পড়েছেন।’



পাকিস্তানের এক সাংবাদিক শোয়েব জাঠ ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘ফজল সুভান এইচবিএল-এর খেলোয়াড় ছিলেন। তিনি পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ দল এবং পাকিস্তান এ দলে খেলেছেন। একসময় তাঁকে পাকিস্তানের টেস্ট দলের জন্য ভাবা হচ্ছিল। ডিপার্টমেন্টাল ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার পর তিনি এখন ‘ভাড়ার সুজুকি’ চালাচ্ছেন। তাঁর বেতন ছিল এক লক্ষ টাকা। এখন তাঁর উপার্জন ৪০ হাজার টাকারও কম।’

এই ভিডিওতে সুভান বলেছেন, ‘হ্যাঁ, আমি এই ভাড়ার গাড়িটা চালাই। এই কাজ আমি সবসময় পাই না। কোনও সময় কাজের চাপ থাকে, আবার হয়তো কখনও ১০ দিন কাজই থাকে না। পাকিস্তানের হয়ে খেলার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। ডিপার্টমেন্টাল ক্রিকেট খেলার সময় আমি এক লক্ষ টাকা বেতন পেতাম। কিন্তু সেটা বন্ধ হয়ে যাওয়ার পর এখন বেতন নেমে এসেছে ৩০ থেকে ৩৫ হাজার টাকায়। এই টাকা জীবনযাপনের জন্য যথেষ্ট নয়। তবে এখন যে এই কাজটা আছে, তার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ভবিষ্যতে এই কাজটাও থাকবে কি না, সেটা জানি না। আমাদের কোনও উপায় নেই। আমাদের বাচ্চাদের জন্য কিছু করতে হবে।’