নয়াদিল্লি: ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ‘সৎ ও আন্তরিক’ বলে উল্লেখ করলেন ইংল্যান্ডের তরুণ ওপেনার হাসিব হামিদ। মোহালিতে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান কোহলি। সেই কারণে ভারতের অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন হামিদ।




রাজকোটে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় হামিদের। উপমহাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন ১৯ বছর বয়সি এই ব্যাটসম্যান। মোহালিতে প্রথম ইনিংসের সময় হাত ভাঙার পরেও দ্বিতীয় ইনিংসে ৫৯ রান করেন হামিদ। এরপর তিনি চিকিৎসার জন্য দেশে ফিরে গিয়েছেন। তবে তার আগে কোহলির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এই তরুণ। ভারতের জয়ের পরেই বিপক্ষের ক্রিকেটারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার জন্য ট্যুইট করে কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন হামিদ।



 

মোহালি টেস্টের দ্বিতীয় ইনিংসে হামিদের লড়াকু ইনিংসের জন্যই ভারতের সামনে ১০৩ রানের টার্গেট দিতে সক্ষম হয় ইংল্যান্ড। চোট নিয়েও অর্ধশতরান করার পরেই হামিদকে অভিনন্দন জানিয়েছিলেন কোহলি। তিনি এই তরুণের পরিণত মানসিকতার প্রশংসা করেছেন। ভারতের অধিনায়কের মতে, ভবিষ্যতে ইংল্যান্ডের হয়ে আরও সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে হামিদের।