মহিলাদের টি-২০ তে সর্বনিম্ন স্কোর, নেপালকে ২১ রানে অলআউট করল ভারত
Web Desk, ABP Ananda | 02 Dec 2016 05:16 PM (IST)
ব্যাঙ্কক: মহিলাদের এশিয়া কাপ টি-২০-তে রেকর্ড গড়ল ভারতীয় দল। নেপালকে ২১ রানে অল আউট করে দিল ভারত। মহিলাদের টি-২০ ক্রিকেটে এটাই সর্বনিম্ন স্কোর। এর আগে গত ৩০ নভেম্বর এই প্রতিযোগিতাতেই পাকিস্তানের বিরুদ্ধে ৪৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সেটাই ছিল মহিলাদের টি-২০ তে সর্বনিম্ন স্কোর। আজ সেই রেকর্ড ভেঙে দিল নেপাল। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২০ তোলেন ভারতীয় মহিলারা। ৩২ বলে ৩৯ রান করেন শিখা পাণ্ডে। জবাবে ব্যাট করতে নেমে ২১ রানে অল আউট হয়ে যায় নেপাল। ভারতের জয় ৯৯ রানে। নেপালের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। ইতিমধ্যেই এই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। সেই কারণে দুর্বল নেপালের বিরুদ্ধে ঝুলন গোস্বামী, মিতালি রাজের মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। তারপরেও বিশাল ব্যবধানে জয় পেল ভারত।