ইস্তানবুল: ইতিহাসের পাতায় স্থান করে নিলেন লুইস হ্যামিলটন। ব্রিটেনের এই ফর্মুলা ওয়ান ড্রাইভার রবিবার জেতেন তাঁর সপ্তম বিশ্বেখতাব। যে অনন্য নজির এতদিন একমাত্র রয়েছে রেসিংয়ের বেতাজ বাদশা মাইকেল শুমাখারের।


বৃষ্টিতে পিছল হয়ে গেলেও তার্কিশ গ্রাঁ প্রি-তে বিজয়রথ ছুটিয়ে কেরিয়ারের ৯৪তম জয়ের সুবাদে বিশ্বসেরাদের সপ্তম স্বর্গে স্থান করে নিলেন হ্যামিলটন। যে কীর্তির পর আনন্দাশ্রু ঝড়ে পড়ল তাঁর চোখ গড়িয়ে। জীবনের অবিস্মরণীয় দিন বার্তা দিয়েও আরও এগিয়ে চলার বার্তাই দিয়েছেন হ্যামিলটন।



তবে ব্রিটিশ হ্যামিলটন নাকি জার্মান শুমাখার, রেসিং জগতের সর্বকালের সেরা কে? পরিসংখ্যান বলছে ২০০৭ সালে অভিষেকের পর কেরিয়ারের ১৪তম মরশুমে এটি হ্যামিলটন ২৬৪তম রেস জয়। যেখানে ১৯৯১ থেকে ২০০৬ এবং ২০১০ থেকে ২০১২ দুই পর্বে মোট ১৯ মরশুমে শুমাখার জিতেছিলেন ৩০৭টি রেস।

চলতি বছরেই দুটি কীর্তিতে শুমাখারকে টপকে গিয়েছেন হ্যামিলটন। শুমাখারের যেখানে পোডিয়াম সংখ্যা ১৫৫, হ্যামিল্টন সেখানে ১৬৩তে। আবার জয়ের বিচারেও শুমাখারের (৯১ জয়) থেকে এখনই তিনধাপ এগিয়ে হ্যামিলটন। ৩৫ বছরের হ্যামিলটনের সামনে রয়েছে আরও কয়েকটা বছর, তাই তিনি কোথায় গিয়ে শেষ করবেন বলা মুশকিল।