গতকাল দুবাইয়ে এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাতে চোট পান আফ্রিদি। তাঁর হাতে ১২টি সেলাই পড়েছে। সেই চোটই তাঁকে ফাইনাল থেকে ছিটকে দিল।
এক ভিডিও বার্তায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, তিনি লাহৌরে পিএসএল ফাইনাল খেলতে চেয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা তাঁকে ১০ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। ফলে কিছু করার নেই।