কলকাতা: ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন দুজনে মিলে। দুজনই জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। ঘটনাচক্রে, দুজনের জন্মদিনও পিঠোপিঠি।
৭ জুলাই ৪১ বছর পূর্ণ করলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠালেন অন্যতম পূর্বসূরি, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যিনি শুক্রবার ৫০ পূর্ণ করবেন। কাকতালীয় হলেও, দুজনই জন্মদিন কাটাচ্ছেন ইংল্যান্ডে। পরিবারের সঙ্গে সময় কাটানোর ফাঁকেই ধোনির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানাতে ভোলেননি সৌরভ। ট্যুইট করেছেন, 'দুর্দান্ত নেতা ও অসাধারণ এক ক্রিকেটার, যে সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করেছিল, তাকে জন্মদিনের শুভেচ্ছা।'
সচিন তেন্ডুলকর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'দারুণ একজন নেতা, সতীর্থ ও বন্ধুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই'।
বিরাট কোহলির ট্যুইট, 'অধিনায়ক হিসাবে অনন্য। ভারতীয় ক্রিকেটের জন্য যা কিছু করেছো, ধন্যবাদ। আমার কাছে তুমি দাদার মতো। অনেক শ্রদ্ধা আর ভালবাসা'।
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিংহ, সুরেশ রায়নারাও।
আরও পড়ুন: প্রাণ বাঁচিয়েছিলেন ভক্তের, ২ বছর পর বাংলাদেশে ফের সুপারফ্যানকে দেখে কী বলেন ধোনি?