মুম্বই: ২৫ বছরে পা দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা। রবিবারই জীবনের পঁচিশতম বসন্তে পা দিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। স্পেশাল দিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচছা বন্যায় ভাসলেন বাঁহাতি স্মৃতি। শেষবার ইংল্যান্ড সিরিজে জেখা গিয়েছে স্মৃতিকে। এদিন জন্মদিনে স্মৃতিকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, তিনি সোশ্যাল মিডিয়া স্মৃতিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন অসাধারণ একজন ওপেনারকে। অনেক অনেক রান করতে থাক। বাউন্ডারি ও ছক্কা হাঁকাতে থাক ও দেশকে প্রচুর ম্যাচ জেতাতে থাক। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা।'
জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক বলেন, 'জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। এভাবেই দুর্দান্ত শটগুলোর মাধ্যমে আমাদের বরাবর আনন্দ দিতে থাক। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে।' মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ ডব্লিউ ভি রমন তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, 'জন্মদিনের শুভেচছা স্মৃতি। অনেক অনেক রান কর। সবসময় হাসিখুশি থাক ও সুস্থ থাক।'
জাতীয় দলে স্মৃতির সতীর্থ ও বাংলার অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামীও তাঁর শুভেচ্ছাবার্তায় একটি কেকের ছবি ও ইমোজি পোস্ট করেছেন। বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারিও তাঁর সোশ্যাল মিডিয়ায় স্মৃতিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'স্মৃতিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করব অনেক অনেক সাফল্য পাও কেরিয়ারে।'
২০১৩ সালে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয়েছিল স্মৃতির। এরপরের বছরই ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন। দেশের জার্সিতে এখনও পর্যন্ত ৮১টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯০১ রান করেছেন স্মৃতি। ওয়ান ডে ফর্ম্যাটে ৫৯ ম্যাচে ২২৫৩ রান করেছেন বাঁহাতি এই ভারতীয় মহিলা ওপেনার। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ৩ টে টেস্ট খেলেছেন স্মৃতি। তাতে তাঁর ঝুলিতে রয়েছে ১৬৭ রান। ২০১৮ সালে বিশ্বের সেরা মহিলা ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছিলেন স্মৃতি। সেই বছরই আইসিসি ওয়ান ডে প্লেয়ার অফ দ্য ইয়ারও হয়েছিলেন এই তরুণী।