ভারতের অন্যতম সফল ক্রিকেটার দ্রাবিড়। টেস্ট ও একদিনের ক্রিকেট মিলিয়ে সচিন তেন্ডুলকরের পরে ভারতের দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান ‘দ্য ওয়াল’। তাঁর টেকনিক যেমন অসাধারণ ছিল, তেমনই সব পরিস্থিতিতে রান করার দক্ষতাও ভারতীয় ক্রিকেটের ইতিহাসে উজ্জ্বল হয়ে রয়েছে। বিরাটও জন্মদিনে দ্রাবিড়কে শুভেচ্ছা জানিয়েছেন।
১৯৯৯ সাল দ্রাবিড়ের ক্রিকেটজীবনের অন্যতম সেরা বছর ছিল। সে বছর তিনি টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে ২,৬২৬ রান করেছিলেন। এখনও পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটসম্যান এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পারেননি। গত বছর বিরাট কোহলি ২,৫৯৫ রান করেন। তিনি অল্পের জন্য দ্রাবিড়কে টপকাতে পারেননি। খেলা ছাড়ার কয়েক বছর পরেও দ্রাবিড়ের অসামান্য রেকর্ড অক্ষত।