মুম্বই: জুলাই মানেই পরপর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়কদের জন্মদিন। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন সদ্য গিয়েছে। আজ রবিবার (১০ জুলাই) আরেক ভারতীয় কিংবদন্তি তথা প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্করের (Sunil Gavaskar) ৭৩তম জন্মদিন।
টেস্টে একদা সর্বাধিক শতরানের রেকর্ড
একদা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক শতরান করার নজির ছিল গাওস্করের দখলে। ভারতের হয়ে অগণিত স্মরণীয় ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। তাই স্বাভাবিকভাবেই গাওস্করের জন্মদিনে যে শুভেচ্ছার ঢল নামবে সেটাই স্বাভাবিক, হলও তাই। বিসিসিআই, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থেকে আইপিএলের একাধিক ফ্রাঞ্চাইজি কে নেই সেই তালিকায়। বিসিসিআইয়ের তরফে গাওস্করের পরিসংখ্যান দিয়ে তার নীচে প্রাক্তন অধিনায়কের জন্য শুভেচ্ছাবার্তা দেওয়া হয়।
গাওস্কর ভারতের হয়ে ১২৫টি টেস্ট ম্যাচ খেলে ৫১.২২-র গড়ে ১০,১২২ রান করেছেন। ওয়ান ডেতে ৩৫.১৪-র গড়ে তাঁর দখলে রয়েছে ৩০৯২ রান। টেস্টে অবশ্য ৩৪টি শতরান করলেও, ওয়ান ডেতে তাঁর রেকর্ড তাঁর দক্ষতার প্রতি তেমন সুবিচার করে না। ৫০ ওভারের ফর্ম্যাটে গাওস্কর মাত্র একটি শতরানই করেছেন।
ধারাভাষ্যকর গাওস্কর
খেলোয়াড় হিসেবে নিজের ইনিংস শেষের পর এখন ভারতীয় কিংবদন্তিকে ধারাভাষ্য দিতে দেখা যায়। বহু স্মরণীয় ম্যাচে তিনি ধারাভাষ্য দিয়েছেন এবং এখনও দিয়ে চলেছেন। তাঁর পুত্র রোহন গাওস্করকেও এখন মাঝেমধ্যে একই সঙ্গে ধারাভাষ্য দিতে দেখা যায়। এখন তো সোশ্যাল মিডিয়াতেও উপস্থিত গাওস্কর। সেখানে তিনি নিজের ছবিও পোস্ট করে থাকেন। পাশাপাশি নিজের সুবর্ণ অতীতের স্মৃতিচারণও করতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: ক্রিকেট থেকে রুপোলি পর্দা, জন্মদিনে ফিরে দেখা অজানা সুনীল গাওস্কর