কলকাতা: রাজ্যে (West Bengal) লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (Corona Update)। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই। একদিনে আক্রান্ত ২৯৬২ জন। বাড়ল করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। সংক্রমিত হয়ে একদিনে মৃত ৪ জন। 


রাজ্যের করোনা আপডেট: রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৫১ হাজার ৭১১। মোট মৃত্যু হয়েছে জনের ২১ হাজার ২৪৩। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৫৩ জন। রাজ্যে পজিটিভিটি রেট ১৭.৩৬ শতাংশ। গতকালের হিসেব অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬৮ জন। মৃতের সংখ্যা ৩। গতকাল পজিটিভিটি রেট ছিল ১৫.৬৯ শতাংশের কাছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, মে মাসে যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫। সেখানে জুন মাসে আক্রান্ত ১০ হজার ২০ জন অর্থাত্‍ প্রায় ৯ গুণ। আর জুলাইয়ের প্রথম ন’দিনেই আক্রান্তের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গেছে।






দেশের করোনা আপডেট: উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। দৈনিক সংক্রমণ কমলেও তা আজও ১৮ হাজারের বেশি।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৮৪০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮ জনের।