নয়াদিল্লি: যুবরাজ সিংহের সময়টা মোটেই ভাল যাচ্ছে না। বেশ কিছুদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে। এবার পঞ্জাবের রঞ্জি ট্রফির দল থেকেও বাদ পড়লেন ২০১১ সালের বিশ্বকাপের নায়ক। পঞ্জাবের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মনদীপ সিংহ। দলে নেওয়া হয়েছে শুভমান গিল, আনমোলপ্রীত সিংহ, সনবীর সিংহ, অভিষেক শর্মা, ময়ঙ্ক মার্কণ্ডের মতো তরুণদের।

৩৬ বছর বয়সি যুবরাজ আগামী বছরের বিশ্বকাপে খেলার আশা করছিলেন। কিন্তু রাজ্য দল থেকেই বাদ যাওয়ায় তাঁর সেই স্বপ্ন ধাক্কা খেল। গত মরসুমে হরভজন সিংহের নেতৃত্বে রঞ্জি ট্রফি খেলেছিলেন যুবরাজ। তবে এবার আর সেই সুযোগ পাচ্ছেন না তিনি।