ওভালে ইংল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনার ৫০ দিন আগে অ্যাম্বাসাডরদের নাম ঘোষণা করা হল।
২০০২-এ শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ান ভারতীয় দলের সদস্য ভাজ্জি বলেছেন, অ্যাম্বাসাডর হতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন। আইসিসি-র প্রকাশিত বিবৃতি অনুযায়ী, হরভজন বলেছেন, এই টুর্নামেন্টে আগের বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এমন একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের অ্যাম্বাসাডর হতে পেরে ক্রিকেটার হিসেবে আমি গর্বিত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কৃতিত্বের মুকুটে নয়া পালক যোগ হবে বলেও আশাপ্রকাশ করেছেন হরভজন।
অ্যাম্বাসাডররা চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি ট্যুরে যুক্ত থাকবেন এবং ইংল্যান্ডেও তাঁদের দেখা যাবে।
আইসিসি-র এডিটোরিয়াল টিমেও তাঁরা থাকবেন এবং ওয়েবসাইটে এক্সক্লুসিভ কলামের মাধ্যেম ম্যাচ প্রিভিউ ও ম্যাচের বিশ্লেষণও করবেন।