নয়াদিল্লি:কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে ট্য়ুইট করে ট্রোলিংয়ের মুখে পড়তে হল হরভজন সিংহকে। প্রাক্তন স্পিনারের বক্তব্য, ভারতীয়রা ভ্যাকসিন ছাড়াই তো ভাল আছেন। তিনি বেশ কয়েকটি ভ্যাকসিনের প্রসঙ্গ তুলে লেখেন, ফাইজার ও বায়োটেক ভ্যাকসিনের নির্ভূলতা ৯৪ শতাংশ, মডার্না ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর, অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা ৯০ শতাংশ। আর ভ্য়াকসিন না নিয়েই ভারতে নোভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৩.৬ শতাংশ। তাহলে সত্যিই কি ভ্যাকসিন নেওয়ার দরকার আছে আমাদের?


তারপরই তাঁর দিকে ধেয়ে আসে একের পর এক কটাক্ষ-ট্যুইট। একজন যেমন লেখেন, একটা প্লেন ভেঙে পডার ৫ শতাংশ সম্ভাবনা থাকলে আপনি কি তাতে উঠবেন? ৯৩.৬ শতাংশ লোক সুস্থ হচ্ছে মানে তো ৬.৪ শতাংশের অবস্থা খারাপ হবে বা তারা মারা যাবে। এমন মূর্খের মতো ট্যুইট করার আগে বিজ্ঞানকে বোঝার চেষ্টা করুন।




আরেকজন লেখেন, ভারতীয় ক্রিকেট দলে সকলকে ম্যান অব দি ম্যাচ খেতাব দিতে হলে তো ভারতকে সব কটা ম্যাচ জিততে হবে!