নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ওপেন করতে নেমে দুরন্ত শতরান করেছেন রোহিত শর্মা। ওপেনারের ভূমিকায় তাঁর এই অনবদ্য ইনিংসে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। রোহিতকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন 'রওয়ালপিন্ডি এক্সপ্রেস'। তিনি বলেছেন, এরপর ভারত যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে তখন রোহিত ১০০০ রান করবেন। সদ্যসমাপ্ত অ্যাসেজ সিরিজে স্মিথের মোট ৭৭৪ রানকে ছাপিয়ে যাবেন রোহিত।
২০১৩-তেই রোহিতকে তিনি চিনে নিতে তিনি কোনও ভুল করেননি বলে জানিয়েছেন শোয়েব আখতার। তিনি বলেছেন, আমি ওকে নামের আগে জি যোগ করতে বলেছিলাম। জি-এর অর্থ গ্রেট। ওকে বলেছিলাম, এমন মানসিকতা নিয়ে খেলতে যাতে ও নিজেকে ভারতের সেরা ব্যাটসম্যান ভাবে।
একটি ভিডিও পোস্ট করে শোয়েব আখতার বলেছেন, রোহিত বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মতো বর্তমান সময়ের সেরাদের উদাহরণ পেশ করল। এই সেরা ক্রিকেটাররা নিজের প্রতিভা ও দক্ষতা অনুযায়ী খেলে এবং সবসময়ই সাহসী মানসিকতা তুলে ধরে। প্রতিভার সঙ্গে নির্ভীক মানসিকতার মিশেলই টেস্ট ক্রিকেটে ওদের এতটা ভালো করে তুলেছে।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন রোহিত। দ্বিতীয় দিন আউট হলেন ১৭৬ রানে।