২০১৩-তেই রোহিতকে তিনি চিনে নিতে তিনি কোনও ভুল করেননি বলে জানিয়েছেন শোয়েব আখতার। তিনি বলেছেন, আমি ওকে নামের আগে জি যোগ করতে বলেছিলাম। জি-এর অর্থ গ্রেট। ওকে বলেছিলাম, এমন মানসিকতা নিয়ে খেলতে যাতে ও নিজেকে ভারতের সেরা ব্যাটসম্যান ভাবে।
একটি ভিডিও পোস্ট করে শোয়েব আখতার বলেছেন, রোহিত বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মতো বর্তমান সময়ের সেরাদের উদাহরণ পেশ করল। এই সেরা ক্রিকেটাররা নিজের প্রতিভা ও দক্ষতা অনুযায়ী খেলে এবং সবসময়ই সাহসী মানসিকতা তুলে ধরে। প্রতিভার সঙ্গে নির্ভীক মানসিকতার মিশেলই টেস্ট ক্রিকেটে ওদের এতটা ভালো করে তুলেছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন রোহিত। দ্বিতীয় দিন আউট হলেন ১৭৬ রানে।