Ind vs Eng, 2021: মঈন নেবে ৬ উইকেট! টেস্টের ভবিষ্যদ্বাণী করে হরভজন-জাফরের তোপের মুখে পিটারসেন

পিটারসেন সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে, রবিবার হেডিংলেতে ব্রিটিশ স্পিনার মঈন আলি ৬ উইকেট নেবেন এবং ইংল্যান্ড টেস্ট জিতে সিরিজে ১-১ সমতা ফেরাবে।

Continues below advertisement

হেডিংলে: লিডসে চলতি টেস্টে ব্যাকফুটে ভারত। বিরাট কোহলিদের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অল আউট করে দিয়ে বিরাট রানের লিড নিচ্ছে ইংল্যান্ড। যা দেখে উচ্ছ্বসিত কেভিন পিটারসেন। এতটাই যে, টেস্টের ভবিষ্যদ্বাণীও করে ফেললেন তিনি। আর কেপির সেই পূর্বাভাসে ক্ষুব্ধ ভারতের দুই তারকা ক্রিকেটার। হরভজন সিংহ ও ওয়াসিম জাফর।

Continues below advertisement

কী পূর্বাভাস করেছেন কেপি? পিটারসেন সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে, রবিবার হেডিংলেতে ব্রিটিশ স্পিনার মঈন আলি ৬ উইকেট নেবেন এবং ইংল্যান্ড টেস্ট জিতে সিরিজে ১-১ সমতা ফেরাবে। পিটারসেন লেখেন, 'মঈন আলি রবিবার ৬ উইকেট নেবে। সিরিজ ১-১ হচ্ছে।'

রবিবার হেডিংলে টেস্টের শেষ দিন। পিটারসেন মঈন আলির দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়ার ভবিষ্যদ্বাণী করছেন। তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হওয়ার জন্য ম্যাচের শেষ দিনে ভারতের ব্যাট করা প্রয়োজন। অনেকেই বলছেন যে, লিডসের পিচ এখন পুরোপুরি ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছে। তাই দ্বিতীয় ইনিংসে বড় স্কোর তুলে ভারতের পক্ষে ম্যাচ ড্র করে দেওয়া কঠিন হলেও অসম্ভব নয়। তবে সেরকম কোনও সম্ভাবনা দেখছেন না পিটারসেন। কেপি-র মতে, শেষ দিন ইংরেজ স্পিনার মঈন আলির ঘূর্ণি ভারতীয় ব্যাটিংকে তছনছ করে দেবে।

তবে হরভজন তা মানতে রাজি নন। টার্বুনেটর লিখেছেন, 'খেলাটা মাঠে হবে কেপি।' জাতীয় দলের প্রাক্তন তারকা বুঝিয়ে দিতে চেয়েছেন যে, আর যাই হোক বিরাট কোহলিদের ব্যাটিংয়ে তিনি আস্থা হারাচ্ছেন না।

ওয়াসিম জাফর আবার প্রখ্যাত কমেডি শো 'তারক মেহতা কা উলটা চশমা'য় দিলীপ যোশির বিভ্রান্ত মেজাজের চারটি ছবির কোলাজকে মিম হিসেবে পোস্ট করে লেখেন, ‘বোঝার চেষ্টায় রয়েছি যে, ভারত কীভাবে রবিবারে ব্যাট করতে পারে।’ তিনি বোঝাতে চেয়েছেন যে, রবিবার ম্যাচের পঞ্চম দিন ইংল্যান্ডের ব্যাট করার সম্ভাবনাই বেশি।

লিডসে টস জিতে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় মাত্র ৭৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ইতিমধ্যেই বড় রানের লিড নিশ্চিত করে ফেলেছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola