মেলবোর্ন: অ্যাডাম গিসক্রিস্টের ‘যম’ ছিলেন হরভজন সিংহ! হ্যাঁ, হরভজনকে খেলতেই সবথেকে বেশি ভয় হত তাঁর। স্মৃতিচারণায় ২০০১ সালের ভারত সফর নিয়ে কথা বলতে গিয়ে হরভজনকে নিয়ে এই মন্তব্য করেছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট। আন্তর্জাতিক স্তরে ৯৬ টেস্ট, ২৮৭টি ওয়ান ডে ও ১৩টি  টি-টোয়েন্টি খেলা অস্ট্রেলীয় কিংবদন্তির কথায়, হরভজন সিংহই ছিলেন তাঁর ‘যম’। বিধ্বংসী মেজাজের এই বাঁ হাতি ব্যাটসম্যানকে সমস্যায় ফেলেছেন কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলিধরনও।



২০০১ সালে অস্ট্রেলিয়া ভারত সফরে এসে ২-১-এ টেস্ট সিরিজ হারে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম টেস্টে অজিরা জেতে ১০ উইকেটে। তবে তারপর কলকাতার ইডেন গার্ডেন্স এবং চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতে (২-১) সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত। ৩ ম্যাচে ৩২ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ হন ভারতের তরুণ অফ স্পিনার হরভজন সিংহ। ইডেনে তাঁর স্পিন যাদুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ব্যাটিং। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন হরভজন। এই সিরিজে একাধিকবার হরভজনের শিকার হয়েছেন গিলক্রিস্ট। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া জিতলেও সেই হরভজনের জালেই ধরা পড়েছিলেন অজি ওপেনার।


হরভজন সিংহ নিয়ে বলতে গিয়ে গিলক্রিস্ট বলেন, “আমার কেরিয়ারে হরভজন যমের মতো ছিল। ওকে এবং মুরলিধরনকে খেলতে আমার সবথেকে বেশি সমস্যা হয়েছে।”