লন্ডন: বড় সম্মান ভারতের দুই তারকা ক্রিকেটারের। জাভাগাল শ্রীনাথ ও হরভজন সিংহ সহ ১৮ জন প্রাক্তন ক্রিকেটারকে আজীবন সাম্মানিক সদস্যপদ প্রদান করল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। মঙ্গলবার ক্লাবের তরফে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। তাদের তরফে লেখা হয়েছে ‘এমসিসি ক্লাবের আজীবন সাম্মানিক সদস্যপদ প্রদান করা হল বিশ্বের কিছু অসাধারণ ক্রিকেটারকে। যাদেরকে এই সম্মান প্রদর্শন করা হয়েছে, আমরা আনন্দের সঙ্গে সেই সব পুরুষ এবং মহিলা ক্রিকেটারের নাম ঘোষণা করছি।’
ভারতের প্রাক্তন পেসার শ্রীনাথ আইপিএলের মতো টুর্নামেন্টের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। হরভজন সিংহ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে ক্রিকেটার হিসেবে যুক্ত রয়েছেন। পাশাপাশি দলের মেন্টরের দায়িত্বও পালন করছেন। দুই ভারতীয় ছাড়াও এই সম্মানে সম্মানিত হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা স্যার অ্যালেস্টেয়ার কুক, ইয়ান বেল, মার্কাস ট্রেসকোথিক এবং সারা টেলর। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, জ্যাক কালিস, মর্নি মর্কেল এবং হার্শেল গিবসকেও এই সম্মান দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, শিবনারায়ণ চন্দ্রপল এবং রামনরেশ সারওয়ান এই তালিকায় জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়া থেকে রয়েছেন ড্যামিয়েন মার্টিন এবং অ্যালেক্স ব্ল্যাকওয়েল।
পাশাপাশি এই সম্মানে সম্মানিত হয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ, জিম্বাবোয়ের গ্রান্ট ফ্লাওয়ার এবং নিউজিল্যান্ডের সারা ম্যাকগ্লাসান। উল্লেখ্য ভারতীয় টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হরভজন সিং। তিনি ১০৩ টি টেস্ট খেলে পেয়েছেন ৪১৭ টি উইকেট। অপরদিকে ওয়ান ডে ক্রিকেটে ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক জাভগাল শ্রীনাথ। তাঁর দখলে রয়েছে ৩১৫ টি উইকেট।
এমসিসির আজীবন সদস্যপদ পাচ্ছেন যাঁরা: হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), ইয়ান বেল (ইংল্যান্ড), ইয়ান বিশপ (ওয়েস্ট ইন্ডিজ), শিবনারায়ন চন্দ্রপল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যালিস্টেয়ার কুক (ইংল্যান্ড), গ্রান্ট ফ্লাওয়ার (জিম্বাবোয়ে), হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), ড্যামিয়েন মার্টিন (অস্ট্রেলিয়া), মর্নি মর্কেল (দক্ষিণ আফ্রিকা), রামনরেশ সারওয়ান (ওয়েস্ট ইন্ডিজ), হরভজন সিংহ (ভারত), জাভাগাল শ্রীনাথ (ভারত), মার্কাস ট্রেসকোথিক (ইংল্যান্ড) এবং তিন মহিলা ক্রিকেটার হলেন সারাহ টেলর (ইংল্যান্ড), সারা ম্যাকগ্লাসান (নিউজিল্যান্ড) ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল (অস্ট্রেলিয়া)।