চেন্নাই: এবারের আইপিএল শুরু হচ্ছে আর দু’সপ্তাহ পরে। অন্য দলগুলির পাশাপাশি চেন্নাই সুপার কিংসের সব সদস্যই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছেন। ব্যতিক্রম একমাত্র হরভজন সিংহ। এই অভিজ্ঞ অফ-স্পিনার এখনও পর্যন্ত দুবাইয়ে পৌঁছননি। তিনি কি এবারের আইপিএল-এ খেলবেন না? এ বিষয়ে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। হরভজন এবারের আইপিএল-এ আদৌ খেলবেন কি না, সে বিষয়ে সরকারিভাবে সিএসকে-র পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সুরেশ রায়না ব্যক্তিগত সমস্যার কারণে দুবাই থেকে দেশে ফিরে এসেছেন। এবার হরভজনও যদি দলের সঙ্গে যোগ না দেন, তাহলে সিএসকে আরও চাপে পড়ে যাবে।
হরভজনের বিষয়ে সিএসকে-র এক প্রথমসারির কর্তা জানিয়েছেন, ‘১ সেপ্টেম্বর ওর দলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ও ফের আসার দিন পিছিয়ে দিয়েছে। ও কবে আসছে বা আদৌ আসছে কি না, সে বিষয়ে আমরা কিছুই জানি না। টিম ম্যানেজমেন্টকে ও এ বিষয়ে কিছুই জানায়নি। ও যে এবারের আইপিএল-এ না-ও খেলতে পারে, সেই জল্পনা শুরু হয়েছে।’
সংযুক্ত আরব আমিরশাহিতে সিএসকে পৌঁছনোর পর তাদের দুই ক্রিকেটার সহ ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপর দেশে ফিরে এসেছেন রায়না। এর মধ্যে হরভজনকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সবমিলিয়ে আইপিএল-এর আগে মহেন্দ্র সিংহ ধোনির দল একেবারেই স্বস্তিতে নেই। অন্য দলগুলি যেখানে মাঠে নেমে অনুশীলন শুরু করে দিয়েছে, সেখানে ধোনিরা এখনও হোটেলবন্দি।
সিএসকে দলে এখন অন্যতম চিন্তার বিষয়, রায়নার পরিবর্ত কে হবেন? আইপিএল-এ রায়নার যা অভিজ্ঞতা ও সাফল্য, তাতে তাঁর জায়গা নেওয়া কারও পক্ষেই সহজ নয়। এরপর হরভজন না খেললে স্পিন বিভাগও কিছুটা দুর্বল হয়ে পড়বে। ফলে মাঠের বাইরে বসেই ধোনিকে নানা বিষয় নিয়ে ভাবতে হচ্ছে।