মুম্বই: করোনা আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ। নিজেই ট্যুইটারে এই খবর জানিয়েছেন ভারতের প্রাক্তন অফস্পিনার। নিজের সোশ্যাল মিডিয়ায় হরভজন লেখেন, ''আমি করোনা পজিটিভ। কিছু উপসর্গ রয়েছে আমার। রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টিন করে রেখেছি। এছাড়াও গুরুত্বপূর্ণ যা যা বিধি মেনে চলার তা মেনে চলছি। আমি সবাইকে অনুরোধ করব যে যারা যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা প্রত্যেকে যেন কোভিড টেস্ট করিয়ে নেন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।''
শুধু ভাজ্জিই নন, তাঁর স্ত্রী গীতা বসরাও করোনা আক্রান্ত হয়েছেন। নিজের ইনস্টাগ্রামে সেই খবর পোস্ট করেছেন বলি অভিনেত্রী। তিনিও নিজেকে নিভৃতবাসে রেখেছেন বলেই জানিয়েছেন বলি অভিনেত্রী।
গত মাসের ২৪ তারিখ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান হরভজন। এই মুহূর্তে নিজের ইউটিউব চ্যানেলে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে নিয়ে আলোচনায় ব্যস্ত তিনি। অবসরের পর ভাজ্জি বলেন, "আমি অনেক বছর ধরেই খেলছিলাম না। কিন্তু এতদিন পরে অবসর নিলাম। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে জড়িয়ে ছিলাম আমি। আমি সব সময় চাইতাম যে দেশের হয়ে খেলতে খেলতেই যাতে অবসর নিতে পারি।" এরপরই ভাজ্জি বলেন, ''সৌরভ, সচিন, লক্ষ্মণ, দ্রাবিড়ের মত কিংবদন্তীদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি আমি। নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি তাই। প্রত্যেকেই মাঠের বাইরেও অসাধারণ মানুষ। দ্রাবিড়ের মতো ক্রিকেটারের থেকে শৃঙ্খলা শেখার আমাদের মতো তরুণদের। এছাড়া অসংখ্য ক্রিকেট প্রেমীরা যারা আমাকে প্রতিনিয়ত ভালবেসে গিয়েছেন। তাঁদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আমার সাফল্যের অন্যতম অংশীদার তাঁরাও।''