নয়াদিল্লি: ৪০-এ পড়া বীরেন্দ্র সহবাগকে জন্মদিনের শুভেচ্ছা প্রাক্তন সহ খেলোয়াড়দের। ট্যুইটার উপচে পড়েছে তাঁর প্রতি তাঁদের উচ্ছ্বাস, ভালবাসায়। সুরেশ রায়না, ভিভিএস লক্ষ্মণ, ঈশান্ত শর্মা, হরভজন সিংহরা সরব নজফগড়ের বীরুর প্রশংসায়। তাঁর দীর্ঘ জীবন কামনা করেছেন সকলে। হরভজন তো তাঁকে একালের ভিভিয়ান রিচার্ডস বলেছেন। তাঁর আগামী বছরটা আনন্দ, সুখ, সাফল্যে ভরে যাক, ঘটনাবহুল হোক, এই কামনা করেছেন।
ব্যাট হাতে বিধ্বংসী, মারমুখী সহবাগের ছবি আজও তাঁর ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল, অমলিন। ভারতের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচে তাঁর সংগ্রহ ৮৫৮৬ রান। গড় ৪৯.৩৪, স্ট্রাইক রেট ৮২.২৩।
২৫১টি একদিনের ম্যাচ খেলে রান করেছেন ৮২৭৩, গড় ছিল ৩৫.০৫। স্ট্রাইক রেট ১০৪.৩৩। রুদ্রমূর্তি ধরেছেন টি-২০ ম্যাচেও। ১৯টি টি-২০ ম্যাচে ১৪৫.৩৮ স্ট্রাইক রেটে তিনি ৩৯৪ রান করেছেন।