চেন্নাই: এবারের আইপিএল শুরু হওয়ার আগে অনেকেই চেন্নাই সুপার কিংস দলটিকে ‘বৃদ্ধাশ্রম’ বলেছিলেন। তবে প্রতিযোগিতা যত এগোচ্ছে, ততই সমালোচকদের ভুল প্রমাণ করছে মহেন্দ্র সিংহ ধোনির দল। অধিনায়কের পাশাপাশি সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজা, ইমরান তাহির, হরভজন সিংহের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। গতকাল কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে চেন্নাই। এই জয়ের পর আলাদা করে দুই স্পিনার তাহির ও হরভজনের প্রশংসা করেছেন ধোনি।


কেকেআর-এর বিরুদ্ধে ৩৮ বছরের হরভজন ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। ৪০ বছরের তাহির ২১ রান দিয়ে ২ উইকেট নেন। দলের জয়ে তাঁদের বড় ভূমিকা রয়েছে। ম্যাচের পর ধোনি বলেছেন, ‘বয়স ওদের পক্ষে আছে। বয়স যত বাড়ছে, ততই যেন ওরা পরিণত হচ্ছে। ভাজ্জি যে ম্যাচেই খেলেছে, ভাল পারফরম্যান্স দেখিয়েছে। যখনই প্রয়োজন হয়েছে, ইমরান তাহিরের উপর ভরসা করেছি। ও বরাবর ভাল পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের বোলিং বিভাগ দেখে ভাল লাগছে। তবে যখন ভাল ও ফ্ল্যাট পিচে এবং ছোট বাউন্ডারির মাঠে খেলব, তখন সেরা কম্বিনেশন ঠিক করতে হবে।’