হরভজন পাক প্রধানমন্ত্রীর বক্তৃতার সমালোচনা করে ট্যুইট করেছিলেন যে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ভাষণে ভারতের উদ্দেশে পরমাণু যুদ্ধের ইঙ্গিত ছিল। একজন সুপরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে ইমরানের 'রক্তস্নান', 'শেষপর্যন্ত লড়াই'-র মতো শব্দচয়ন দুই দেশের মধ্যে বিদ্বেষই শুধুমাত্র বাড়াবে। সহ ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আমি তাঁর কাছ থেকে শান্তির বার্তাই আশা করি।
হরভজনের এই ট্যুইটকে কটাক্ষ করেন অভিনেত্রী বীনা মালিক। তিনি হরভজনের ইংরেজি ভাষার জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন।
এর জবাব দিতে কসুর করেননি হরভজন। তিনি পাল্টা বীনা মালিকের ইংরেজি ভাষায় জ্ঞানের বহর নিয়ে খোঁচা দেন। এক্ষেত্রে বীনা মালিকের ট্যুইটের একটি ইংরেজি শব্দের ভুল বানান উল্লেখ করে তাঁকে কটাক্ষ করেন।