কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে। কিন্তু হরভজন সিংহের (Harbhajan Singh) টার্বুনেটর হয়ে ওঠা সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অধিনায়কত্বে। স্টিভ ওয়র (Steve Waugh) প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ টেস্টে ৩২ উইকেট। হরভজনের কেরিয়ার পাল্টে গিয়েছিল রাতারাতি ।
হরভজনের অবসর ঘোষণার দিন আবেগে ভাসলেন সৌরভও । প্রিয় ভাজ্জির উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন 'দাদি' । ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে সৌরভ লিখেছেন, ‘দুর্দান্ত কেরিয়ারের জন্য হরভজনকে অনেক অভিনন্দন। জীবনে অনেক বাধার মুখোমুখি হয়েছে । কিন্তু ভাজ্জি কোনওদিন হাল ছেড়ে দেয়নি। অনেক বাধাবিপত্তি পিছনে ফেলে প্রতিবারই মাথা উঁচু করে বেরিয়ে আসতে পেরেছে । সাফল্যের জন্য ওর যে খিদে, সেটা দেখে আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি। সাহস ছিল ওর সবচেয়ে বড় শক্তি । এতটাই আত্মবিশ্বাস ছিল যে, কোনও লড়াই থেকে পিছিয়ে আসত না । ড্রেসিংরুমের পরিবেশ হালকা রাখতেও ওর জুড়ি মেলা ভার ।’
২০০১ সালে স্টিভ ওয়ের অস্ট্রেলিয়ার অশ্বমেধ থামিয়ে দিয়েছিল ভারত । ইডেনে হ্যাটট্রিক করেছিলেন হরভজন। সেই ম্যাচ নিয়ে সৌরভ লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ ওর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ । সেই প্রথম আমি দেখেছিলাম একটা বোলার কীভাবে একার হাতে একটা সিরিজ জেতাতে পারে। অধিনায়কের আদর্শ ক্রিকেটার ছিল ও । বোলার হিসেবে কখনও চাইত না ফিল্ডাররা দূরে দাঁড়াক। সত্যিকারের ম্যাচ উইনার ছিল ভাজ্জি। যা অর্জন করেছে তার জন্য ওর গর্বিত হওয়া উচিত । ওর নতুন ইনিংসও যাতে উত্তেজক হয় সেই প্রার্থনা করি।’
পরে ইনস্টাগ্রামে সৌরভ লেখেন, 'নিজের শিল্পে ও মাস্টার। ওর সাহসই ওকে বাকিদের চেয়ে আলাদা করেছিল। ওর সঙ্গে খেলতে পেরে আমি সম্মানিত বোধ করছি।'
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার যন্ত্র আর চন্দননগরের মাটি দিয়ে ইডেনের ভোলবদল, আরও বড় দায়িত্ব সুজনের