সোশ্যাল মিডিয়া পোস্টে পাণ্ড্য দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সতীর্থ কে এল রাহুল, যুজবেন্দ্র চাহল, শ্রেয়স আয়ার, অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্রিস লিন, টেনিস তারকা সানিয়া মির্জা সহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
চোট পেয়ে গত বছর থেকেই মাঠের বাইরে হার্দিক। চোট সারানোর জন্য তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়। এ বছরের মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানোর কথা ছিল তাঁর। কিন্তু সেই সিরিজ বাতিল হয়ে যাওয়ায় হার্দিকের আর খেলা হয়নি। করোনা সংক্রমণের জন্য আইপিএল-ও স্থগিত হয়ে যায়। এরই মধ্যে মে মাসে বিয়ে করেন হার্দিক ও নাতাশা। বিয়ের কিছুদিনের মধ্যেই এল সুখবর।