নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্য তাঁর লাইফস্টাইল নিয়ে হামেশাই সংবাদের শিরোনামে আসেন। যদিও একটা সময় তাঁর আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। আর্থিক অভাব ছিল এতটাই যে, ক্রিকেটের সরঞ্জাম কেনার মতো সঙ্গতিও থাকত না। হার্দিক ও তাঁর দাদা ক্রুণালের ছিল একটাই ব্যাট। রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পাওয়ার পর এই পরিস্থিতির বদল হয়।
হার্দিকের দাদা ক্রুণাল জানিয়েছেন, টাকাপয়সার অভাবে তাঁদের ক্রিকেটের সরঞ্জাম কিনতে খুবই সমস্যার মুখে পড়তে হত। ওই সময় ভালো ব্যাট কিনতে ৭-৮ হাজার টাকা লাগত। আর ওই টাকা যোগাড় করা পান্ড্য ভাইদের কাছে মুখের কথা ছিল না। ওই সময় পর্যন্ত হার্দিকের কাছে দামি একটা ব্যাট ছিল, যা তাঁকে ইরফান পঠান দিয়েছিলেন। আর্থিক টানাটানির কারণে মাঝপথেই পড়াশোনায় ইতি টানতে হয় হার্দিককে। তাঁর পড়াশোনা নবম শ্রেণী পর্যন্ত।
১১ অক্টোবর, ১৯৯৩-তে হার্দিকের জন্ম। অর্থাৎ, আজ তাঁর জন্মদিন। দারিদ্রের মধ্যে ক্রিকেট-চর্চার সংগ্রামের ছবিটা এখন অবশ্য বদলে গিয়েছে। এখন তিনি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর কেন্দ্রীয় চুক্তিতে বি-গ্রেডে রয়েছেন। গ্রেড-বি-তে থাকা খেলোয়াড়দের বোর্ড বছরে তিন কোটি টাকা বেতন দেয়।
২০১৫-তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয় হার্দিকের। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ওই বছর দলে নিয়েছিল।
২০২০-তে মুম্বই ইন্ডিয়ান্স ১১ কোটি টাকা দিয়ে হার্দিককে রিটেন করেছে। এছাড়াও বিজ্ঞাপন থেকেও তাঁর আরও রোজগার হয়। ফোর্বসের তালিকা অনুসারে, ২০১৯-এ হার্দিকের সম্পদের পরিমাণ ছিল ২৪.৮৭ কোটি টাকা। এ কথা বলাই যায়, আজকের তাঁর স্বচ্ছল জীবনের প্রেক্ষাপটে রয়েছে তীব্র সংগ্রামের কাহিনী।
শুধু লাইফস্টাইল-ই নয়, তাঁর হেয়ার স্টাইলও অনুরাগীদের নজর কাড়ে। ডিজাইনার আলিম হাকিমের কাছে হেয়ার স্টাইল করেন তিনি। ফিটনেস নিয়েও খুবই সচেতন হার্দিক। প্রচুর ওয়ার্ক আউটের পাশাপাশি খাবার-দাবার সম্পর্কেও সচেতন তিনি।
চলতি বছরে মডেল তথা অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন হার্দিক।
গত ৩০ জুলাই তাঁদের সন্তানের জন্ম হয়েছে।