অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ফের একবার সেমিফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া। ভারতীয় দল নিয়ে চারিদিকে সমালোচনার ঝড়। এরই মাঝে মুখে খুললেন দলের তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। হতাশার হারের পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন হার্দিক।


হার্দিকের প্রতিক্রিয়া


এবারও আইসিসি ট্রফি জেতা হয়নি টিম ইন্ডিয়ার। তবে বিশ্বকাপে জয়ের জন্য সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই দারুণভাবে উপভোগ করেছেন বলেই জানান হার্দিক। তিনি লেখেন, 'এই পরাজয়টা আমাদের সকলের পক্ষেই মেনে নেওয়াটা খুব কঠিন। আমি ভীষণ হতাশ। তবে সতীর্থদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার দারুণ এক বন্ধন গড়ে তুলেছি- প্রতিটি পদক্ষেেপে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আমাদের সাপোর্ট স্টাফদের মাসের পর মাস ধরে অক্লান্ত পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ।'


 






এরপরেই দলের সমর্থকদের উদ্দেশ্যেও বার্তা দেন হার্দিক। 'আমাদের সমর্থকরা যারা সবসময় সব পরিস্থিতিতে আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবার সাফল্য পাইনি বটে। তবে আমরা নিজেদের ভুলত্রুটিগুলি খতিয়ে দেখব এবং লড়াই চালিয়ে যাব।'


রোহিতের কান্না


ম্যাচ তখন সবে শেষ হয়েছে। অ্যাডিলেড ওভাল জুড়ে ইংরেজ ক্রিকেটারদের বিজয়োৎসব। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় আচমকা ধরা পড়ল তাঁর মুখ। ড্রেসিংরুমের বাইরের ব্যালকনিতে বসে। ফ্লাডলাইটের আলো পড়ছে শরীরে। কিন্তু রোহিত শর্মার মুখ দেখা যাচ্ছে না। টুপির নীচে হাত দিয়ে মুখ ঢেকেছেন ভারত অধিনায়ক। কৃত্রিম আলোও তাঁর মনের আঁধার কাটাতে পারছে না।


রোহিত শর্মা (Rohit Sharma) কাঁদছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হারের ধাক্কা সামলাতে পারেননি হিটম্যান। রোহিতের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। যদিও, সমালোচনা থেকে রেহাই পাননি রোহিত। বরং বলা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এত সাফল্য থাকা ক্যাপ্টেন কেন জাতীয় দলের অধিনায়ক হিসাবে কেন বারবার ব্যর্থ হচ্ছেন। নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার দাবিও উঠতে থাকে।


আরও পড়ুন: ভাই তোমরা কি একটাও উইকেট নেবে না? ভারতের ঘায়ে নুন ছেটালেন শোয়েব