নয়াদিল্লি:হার্দিক পান্ড্য যেভাবে ব্যাটিং করছেন তাতে দারুন খুশি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। গত বছরে ভারত এ দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। দলে ছিলেন হার্দিক। দ্রাবিড়ের কোচিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেছিল ভারত এ দল। সেই দ্রাবিড় মনে করছেন, যে সুযোগ হার্দিক পেয়েছে সেগুলির খুব ভালো ব্যবহার করেছে সে।
দ্রাবিড় বলেছেন, আমরা অনেক সময়ই স্বাভাবিক খেলার কথা বলে থাকি। কিন্তু হার্দিক ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলছে। এর কৃতিত্ব সম্পূর্ণ ওরই। এভাবেই ও নিজের কেরিয়ারেরই মোড় ঘুরিয়ে দিয়েছে।
ভারত এ দলের খেলোয়াড়রা হার্দিকের ব্যাটিংয়ের এই মানসিকতা অনুসরণের চেষ্টা করবে বলেও আশা প্রকাশ করেছেন দ্রাবিড়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ব্যাট হাতে হার্দিকের দুরন্ত পারফরম্যান্স বিশেষজ্ঞদের নজর কেড়েছে। তিনটি ম্যাচের মধ্যে দুটো হাফসেঞ্চুরি করেছেন তিনি। প্রথম ম্যাচে কঠিন পরিস্থিতিতে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে জুটিতে পরিণত মানসিকতার ছাপ রেখেছেন হার্দিক। চাপের মুখে ব্যাট করতে নেমে একদিকে উইকেট বাঁচিয়ে রাখা, অন্যদিকে মারকুটে ব্যাটিংয়ে পাল্টা চাপ তৈরি করতে সক্ষম হন তিনি। ওই ম্যাচে ৭৮ রান করেন তিনি।
দ্রাবিড় হার্দিকেক ব্যাটিং পজিশনের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, চার নম্বরে ব্যাট করলে ও একটা নির্দিষ্ট ঢঙে খেলে। ছয় নম্বরে নামলে আবার অন্য রকম। আগামী দিনেই হয়ত ও এমন একটা পরিস্থিতিতে ব্যাট করতে নামবে যখন দলের স্কোর ৪ উইকেটে ৮০। যেমনটা প্রথম ম্যাচে ধোনির সঙ্গে ও ব্যাটিং করেছিল। এই পরিণতি বোধটাই সবাই দেখতে চায়।
ভারত এ দলের কোচ মনে করেন, স্বাভাবিক খেলা বলে যে শব্দবন্ধটা চালু রয়েছে বাস্তবে আদৌ সেরকম কিছু নেই। তিনি বলেছেন, আমি সব সময়ই শুনে এসেছি, নিজের স্বাভাবিক খেলাটা খেলো। এটা আমাকে খুবই হতাশাগ্রস্ত করেছে। কারণ, আমি মনে করি স্বাভাবিক খেলা বলে কোনও কিছু নেই। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, সেটাই আসল বিষয়।
এ ব্যাপারে হার্দিক খুব ভালো উদাহরণ দেখিয়েছে বলে মনে করছেন দ্রাবিড়। তিনি বলেছেন, ভিন্ন ভিন্ন পরিস্থিতি কীভাবে ব্যাটিং করতে হয় তা জানতে হবে।
হার্দিক পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে চায়, বলেছেন দ্রাবিড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Sep 2017 05:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -