মুম্বই: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এরপর থেকে আর মাঠে দেখা যায়নি হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। এর মধ্যে আইপিএলে তাঁকে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। গুজরাত টাইটান্স(Gujrat Titans) থেকে নিজের পুরনো শিবির মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছেন বঢোদরার অলরাউন্ডার। তিনি ফিরে আসার পর রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিককেই আগামী মরসুমের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তবে আদৌ কবে মাঠে ফিরবেন ভারতীয় অলরাউন্ডার?
সূত্রের খবর, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও হয়ত পাওয়া যাবে না হার্দিককে। বিশ্বকাপে ৪ ম্য়াচে ৫ উইকেট নিয়েছেন বঢোদরার অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন হার্দিক। অক্টোবরের ১৯ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই শেষবার মাঠে নেমেছিলেন। নিজের ওভারে বল করার সময় চোট পান হার্দিক। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজেও দেখা যায়নি তাঁকে। টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসেবে দেখা যায় অজিদের বিরুদ্ধে।
কিছুদিন আগেই নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক আধিকারিক পিটিআইকে জানান, 'হার্দিকের ফিটনেস নিয়ে এখনও কোনও আপডেট নেই। তাই আইপিএলের আগে ওর ফিট হওয়া নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্ন রয়েই গিয়েছে।' হার্দিক না খেলতে পারলে ভারত (Team India) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), উভয় দলের জন্যই কিন্তু উদ্বেগ বাড়ল। সেক্ষেত্রে ফ্র্য়াঞ্চাইজি কী সিদ্ধান্ত নেয় তা দেখার।
মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে আসন্ন মরশুমের জন্য অধিনায়ক নির্বাচত করেছে পল্টনরা। অপরদিকে, রোহিত শর্মা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলছেন না। তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। রোহিতের অনুপস্থিতিতে হার্দিকই এতদিন ভারতের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন। তাঁর অনুুপস্থিতিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার বিকল্প কে?
হার্দিকের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে সূর্যকুমার যাদব ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে তিনিও বর্তমানে চোটের কবলে। তাই এক্ষেত্রে রোহিত শর্মা হয়তো জাতীয় দলে ফিরতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের আগে এটাই জাতীয় দলের জার্সিতে শেষ সিরিজ়। তাই রোহিত যদি ভারতীয় দলের পরিকল্পনায় থাকেন, তাহলে তিনি এই সিরিজ়ে খেলতে পারেন। তা নাহলে রবীন্দ্র জাডেজা বিকল্প হতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে তিনিই সহ-অধিনায়ক ছিলেন।