নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক, চিকিৎসা করাতে যাচ্ছেন লন্ডনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Feb 2020 01:56 PM (IST)
বোর্ড থেকে জানানো হয়েছে, পুরোপুরি ম্যাচ ফিট না হওয়া পর্যন্ত বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাবিলিটেশন চলবে হার্দিকের।
মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য। তাঁর কোমর ও পিঠের নিম্নাংশের চোট এখনও সারেনি। শনিবার দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ফিজিও আশিস কৌশিকের সঙ্গে লন্ডনে যাবেন তারকা অলরাউন্ডার। সেখানে মেরুদণ্ডের চোট বিশেষজ্ঞ চিকিৎসক জেমস অ্যালিবোনের পরামর্শ নেবেন হার্দিক। বোর্ড থেকে জানানো হয়েছে, পুরোপুরি ম্যাচ ফিট না হওয়া পর্যন্ত বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাবিলিটেশন চলবে হার্দিকের। নিউজিল্যান্ড সিরিজের পর মার্চ মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের আগে হার্দিক সুস্থ হয়ে উঠবেন কি না, সেটাই এখন দেখার। তারপরই আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরোপুরি সুস্থ হার্দিককে পেতে মরিয়া বিরাট কোহলিরা।