রঞ্জিত সাউ, নিউটন: সাত সকালে পথ দুর্ঘটনা। দুধ বোঝাই গাড়ি উল্টে দুর্ঘটনা। আহত হয়েছেন গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে নিউ টাউন বিশ্ববাংলা গেটের ঠিক নিচে। পুলিশ সূত্রে খবর, ভোর বেলায় একটি দুধ বোঝাই গাড়ি নিউটাউন বাস স্ট্যান্ডের দিক থেকে রং সাইড দিয়ে এসে এয়ারপোর্ট এর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববাংলা গেটের নিচে উল্টে যায়। যার ফলে গাড়ির চালক আহত হয়। নিউটাউন থানার পুলিশ এসে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশের দাবি গাড়ির গতিবেগ বেশি থাকায় টার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দুর্ঘটনা। গাড়িটিকে আটক করেছে পুলিশ।
এদিকে, গতকাল মালদায় গাড়ি উল্টে মৃত্যু হল এক দম্পতি-সহ চারজনের। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ মালদা-নালাগোলা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। মালদা থেকে হবিবপুরের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে পড়ে একটি বাড়িতে। গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক দম্পতি-সহ ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। মৃত চারজনই হবিবপুরের আইহো-র বাসিন্দা।
অন্যদিকে, নিউটাউনে বিশ্ববাংলা গেটের সামনে দুর্ঘটনা। দুধের গাড়ি উল্টে আহত চালক। পুলিশ সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ নিউটাউন বাস স্ট্যান্ডের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুধের গাড়ি। আহত চালক হাসপাতালে ভর্তি। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
এদিকে, গতির বলি হতে হতে একটুর জন্য বেঁচে ফিরলেন সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। রেষারেষি করতে গিয়ে তাঁকে চাপা দেওয়ার উপক্রম করেছিল একটি বাস। কোনও রকমে রাস্তার পাশে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান তিনি। কিন্তু তাঁর মোটর সাইকেলটি চলে যায় বাসের নীচে। সেটি দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ (Police)।
আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা