মুম্বই: সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে সদ্যপ্রয়াত বাবার প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেট দলের তারকা হার্দিক পাণ্ড্য। তিনি বাবার সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করার পাশপাশি লিখেছেন, ‘আমার বাবা ও আমার নায়কের উদ্দেশে- তোমাকে হারানো জীবনের অন্যতম কঠিন বাস্তব, যা মেনে নিতে হচ্ছে। তবে তুমি আমাদের জন্য অনেক অসাধারণ স্মৃতি রেখে গেলে। আমরা শুধু কল্পনা করতে পারি, তুমি হাসছো! আজ তোমার ছেলেরা যে জায়গায় দাঁড়িয়ে, সেটা শুধু তোমার জন্যই সম্ভব হয়েছে। তোমার কঠোর পরিশ্রম, তোমার নিজের উপর বিশ্বাসের জন্যই এটা সম্ভব হয়েছে। তুমি সবসময় খুশি ছিলে। তোমাকে ছাড়া এই বাড়ির আনন্দ অনেকটাই কমে যাবে। আমরা তোমাকে ভালবাসি। তোমার প্রতি ভালবাসা চিরকাল থাকবে। তোমার নাম সবসময় উপরের দিকে থাকবে। তবে আমি একটা কথা জানি, তুমি এখানে যেভাবে আমাদের দেখতে, উপর থেকেও ঠিক একইভাবে আমাদের দেখছো। তুমি আমাদের জন্য গর্বিত ছিলে। কিন্তু বাবা, তুমি যেভাবে জীবন কাটিয়েছো, তাতে আমরা সবাই তোমার জন্য গর্বিত। আমি গতকাল তোমাকে যে কথা বলেছিলাম, শেষবারের জন্য একটি যাত্রা। এখন শান্তিতে বিশ্রাম নাও আমার রাজা। আমি প্রতিদিনের জীবনে তোমার অভাব অনুভব করব। তোমাকে ভালবাসি বাবা।’


হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যর বাবা হিমাংশু পাণ্ড্য। হার্দিক বরাবরই তাঁদের অগ্রগতির পথে বাবার অবদানের কথা বলে থাকেন। সুরাতে ছোট গাড়ির দোকান বন্ধ করে দিয়ে ছেলেদের ক্রিকেটীয় শিক্ষার সুযোগ করে দিতে ভদোদরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন হিমাংশু। ভারতের প্রাক্তন কিপার-ব্যাটসম্যান কিরণ মোরের অ্যাকাডেমিতে ভরতি করেছিলেন দুই ছেলেকে। যেখান থেকেই ক্রিকেটার হিসেবে উড়ান শুরু হার্দিক-ক্রুণালের। কিছুদিন আগে মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করাতে দুই পাণ্ড্য ভাই বড় ভূমিকা নেওয়ার পর তাদের বাবা মুম্বই ইন্ডিয়ান্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হার্দিক ও ক্রুণাল আমার দুই ছেলেই ভগবানের উপহার। একেবারে ছোট বয়সে পরিবারের কথা না শুনে ওদের ক্রিকেট খেলার ইচ্ছেকে ইন্ধন দিতে পেরে গর্বিত। বরাবরই ওদের সাফল্য আনন্দে আমার চোখ ভিজিয়ে দেয়।’

বাবার প্রয়াণের খবর পাওয়ার পর হার্দিক ও ক্রুণালের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। শোকস্তব্ধ ক্রিকেটমহল।