পুণে: কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলবেন ভারতীয় দলের সহ অধিনায়ক হরমনপ্রীত কউর। মাঝে জটিলতা দেখা দিলেও, শেষপর্যন্ত প্রথমবারের চ্যাম্পিয়ন দল সিডনি থান্ডার-এ সই করেছেন হরমনপ্রীত। তিনিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি বিদেশি লিগে খেলবেন। ইতিহাস গড়ার পর হরমনপ্রীত বলছেন, অস্ট্রেলিয়ার ক্রীড়া সংস্কৃতিতে তিনি মুগ্ধ।
গত বছর থেকে শুরু হয়েছে মহিলাদের বিগ ব্যাশ। হরমনপ্রীত বলছেন, শুরু থেকেই তিনি সব ম্যাচ দেখছেন, নিয়মিত খবর রাখছেন। এ বছরের গোড়ায় ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময় এই লিগ নিয়ে মানুষের আগ্রহ দেখেছিলেন। তখন থেকেই বিগ ব্যাশে খেলার ইচ্ছা ছিল। অবশেষে হরমনপ্রীতের সেই ইচ্ছা পূরণ হয়েছে।
সিডনি থান্ডার ছাড়াও অন্য দুটি দলের কাছ থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন হরমনপ্রীত। কিন্তু এই লিগের নিয়ম অনুযায়ী, মাত্র দু জন বিদেশিকে প্রথম একাদশে রাখা যাবে। সেই কারণেই যে দলে বিদেশির সংখ্যা কম, সেই দলই বেছে নিয়েছেন এই ভারতীয়।
বিগ ব্যাশে সই করার পর হরমনপ্রীত বলেছেন, ‘আমি এমন একটা দলে সই করতে চাইছিলাম, যেখানে প্রথম একাদশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই কারণেই সিডনি থান্ডারকে বেছে নিয়েছি। এই দলে আমি ছাড়া আর মাত্র একজন বিদেশি আছে। ফলে সব ম্যাচেই আশা করি প্রথম একাদশে থাকব।’
সিডনি থান্ডারে সতীর্থ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলরকে পাচ্ছেন হরমনপ্রীত। এবারের টি-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের প্রশংসা করেছেন হরমনপ্রীত। তিনি স্টেফানির সঙ্গে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।
এখন জাতীয় দলের খেলা নেই। সেই কারণে পুণেতে ব্যক্তিগত কোচ হর্ষল পাঠকের সঙ্গে কঠোর অনুশীলনে ব্যস্ত হরমনপ্রীত। প্রতিদিন চার ঘণ্টা নেটে কাটানোর পাশাপাশি যোগাসন, শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন কসরত করছেন এই ক্রিকেটার। অস্ট্রেলিয়া যাওয়ার আগে তিনি শারীরিকভাবে আরও সক্ষম হতে চাইছেন।
অস্ট্রেলিয়ার ক্রীড়া সংস্কৃতিতে মুগ্ধ বিদেশি লিগে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হরমনপ্রীত
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2016 03:23 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -