মুম্বই: আগামী মাসে ইংল্য়ান্ডের (England) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ (One Day) খেলতে উড়ে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Cricket Team)। সেই সিরিজেই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ সিরিজ খেলবেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। অভিজ্ঞ ভারতীয় পেসারের প্রশংসায় এবার টিম ইন্ডিয়ার অধিনায়ক (Captain) হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচটিই হতে চলেছে ঝুলন গোস্বামী।


কী বলছেন হরমনপ্রীত?


মহিলা ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন, ''আমি ঝুলনদির থেকে অনেক কিছু শিখেছি। এখনও, আজকের দিনেও সেই একই রকম পারফর্ম করে যাচ্ছেন উনি। এতটা দায়বদ্ধ আজকালকার দিনে খুব কম বোলারকেই দেখতে পাওয়া যায়।''


২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে  ১২টি টেস্ট, ২০১টি ওয়ান ডে ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। 


হরমনপ্রীত আরও বলেন, ''ঝুলনদির ক্রিকেটের প্রতি প্যাশন সবার থেকে আলাদা। দুর্দান্ত উদাহরণ। ওঁর থেকে অনুপ্রেরণা নিয়ে ক্রিকেট খেলা শুরু করেছে অনেকে।দলে উনি যেই শক্তির সঞ্চার করেন, তা সত্যিই অনবদ্য। ওঁনার মত সিনিয়রকে দলে পাওয়া ভাগ্য়ের ব্যাপার।"


উল্লেখ্য, ১৮ তারিখ থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ। ২৪ সেপ্টেম্বর লর্ডসে শেষ ম্যাচ। সেই ম্যাচের পরেই ঝুলন অবসর নেবেন বলে খবর। এক সিনিয়র বিসিসিআই আধিকারিক ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। প্রসঙ্গত, জুলাইয়ে ঝুলনকে ভারতের শ্রীলঙ্কা সফরে দলে নেওয়া হয়নি। খবর অনুযায়ী, ম্যানেজমেন্ট ইতিমধ্যেই তারকা ফাস্ট বোলারকে জানিয়ে দিয়েছে যে তারা ভবিষ্যতের দিকেই তাকাচ্ছে এবং সেইজন্যেই সব ফর্ম্যাটে খেলা তরুণ ফাস্ট বোলারদের দলে সুযোগ দেওয়ার পক্ষে।


ঝুলন শেষবার ভারতীয় দলের জার্সিতে এ বছরের বিশ্বকাপে খেলেছিলেন। তবে চোটের জেরে দলের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তাই বিসিসিআই তাঁকে সঠিকভাবে বিদায় জানাতে চায়। সেই কারণেই ইংল্যান্ড সিরিজে তাঁকে দলে রাখা হয়েছে। নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলার জন্য লর্ডসের থেকে বেশি ভাল মাঠ হয়তোই হয়। ঝুলন মহিলাদের ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী। এখনও অবধি তিনি সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৫২টি উইকেট নিয়েছেন।