হরমনপ্রিত কউরের এই ব্যবহার জিতে নিল সকলের হৃদয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2018 10:17 AM (IST)
নয়াদিল্লি: মাঠে তো বটেই, মাঠের বাইরেও রোল মডেল ভারতের মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় হরমনপ্রিত কউর। টি ২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে তাঁর বিধ্বংসী শতরানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারত। এবার গ্রুপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে ভারতীয় অধিনায়কের একটি আচরণ সবার মন জিতে নিয়েছে। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের জন্য নিয়মমতো দুই দলের খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমেছিল ছোট্ট ছোট্ট মেয়েরাও। এমনই একটি ছোট্ট মেয়ে ছিল হরমনপ্রিতের সঙ্গেও। মেয়েটি হঠাত্ করেই মাঠে পড়ে যায়। গুয়ানার তীব্র গরমের কারণেই সম্ভবত মাথা ঘুরে পড়ে গিয়েছিল মেয়েটি। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে পড়ে হরমনপ্রিতের। তিনি মেয়েটিকে পরীক্ষা করে দেখেন। এরপর জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরই মেয়েটিকে কোলে তুলে নিয়ে গ্রাউন্ড স্টাফের হাতে তুলে দিলেন হরমনপ্রিত। ওই ম্যাচে মিতালি রাজের আক্রমণাত্মক অর্ধশতরানের ইনিংসে ভর করে ভারত পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দেয় ভারত। এক ওভার বাকি থাকতেই ৩ উইকেটে ১৩৭ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।