তাঁর এই ট্যুইটের নিন্দায় মুখর হন ধোনির অনুরাগীরা।ভারতের অন্যতম সেরা অধিনায়ক সম্পর্কে এ ধরনের মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শেষপর্যন্ত ওই ট্যুইট ডিলিট করতে বাধ্য হন হর্ষ।
গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে ধোনির মারমুখী ইনিংসে ভর করে পুনে লড়াইয়ের মতো রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়। শেষ দুই ওভারে ধোনি ও মনোজ তিওয়ারি ৪১ রান তোলেন। ধোনি নয় বলের মধ্যে চারটি ছয় মারেন। ২৬ বলে ৪০ রান করেন মাহি।এরমধ্যে পাঁচটি ছক্কা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলে ধোনির ইনিংস তারিয়ে তারিয়ে উপভোগ করতেও দেখা যায় হর্ষকে। ম্যাচের শেষে তার ট্যুইট, ধোনির বিস্ফোরক ইনিংস, ‘ওয়াশিংটন সুন্দরের চাতুর্যপূর্ণ ইনিংস ও স্মিথের অসাধারণ অধিনায়কত্বের হাত ধরে আইপিএলের ফাইনালে পৌঁছল পুনে’।